এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),০৯ আগস্ট : সোমবার বিশ্ব আদিবাসী দিবস উদযাপন করা হল পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার নবাবনগর ডাঙ্গায় । এই উপলক্ষে স্থানীয় আদিবাসীপাড়া ফুটবল মাঠে আদিবাসী নৃত্যগীত ও ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল । উপস্থিত ছিলেন রাজ্যের প্রাণীসম্পদ বিকাশ দফতরের মন্ত্রী স্বপন দেবনাথ,জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা,জেলাপরিষদের সভাধিপতি শম্পা ধাড়া,ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারীসহ ব্লক প্রশাসনের আধিকারিক ও এলাকার বিভিন্ন পঞ্চায়েতের প্রতিনিধিরা ।
মন্ত্রী স্বপন দেবনাথ জানান, তাঁদের সরকার ক্ষমতায় আসার আগে কোনও সরকারই আদিবাসীদের অধিকার রক্ষায় সচেষ্ট হয়নি । একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বর্তমান রাজ্য সরকার এই বিষয়ে উদ্যোগী হয়েছে । পূর্ব বর্ধমান জেলার দৃষ্টান্ত দিয়ে তিনি জানান জেলা পরিষদ থেকে গ্রাম পঞ্চায়েতস্তরে আদিবাদিসীদের প্রতিনিধি রয়েছেন । এছাড়া আদিবাসী সম্প্রদায়ের খেলোয়াড়, নাট্যকার, চিকিৎসকদের সম্বর্ধনা দেওয়ার ব্যবস্থা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় । এটাও এক ধরনের অধিকার ও স্বীকৃতি বলে জানান মন্ত্রী স্বপন দেবনাথ ।।