এইদিন ওয়েবডেস্ক,মালদা,২৩ এপ্রিল : মুর্শিদাবাদের পর এবার মালদা । ফের নৃশংসভাবে খুন হল এক হিন্দু যুবক । মালদা জেলার ইংরেজবাজার থানার সিকান্দারপুর এলাকার ঘটনা । গ্রামে রাত পাহাড়া দেওয়ার সময় দুই যুবককে ধারাল অস্ত্র দিয়ে নৃশংসভাবে কোপায় বহিরাগত দুষ্কৃতীরা । সেই হামলায়
শিবু মণ্ডল নামে এক যুবকের মৃত্যু হয়েছে । গুরুতর আহত হয়েছে সূর্য মণ্ডল নামে আরও এক যুবক । হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ওই যুবক। এদিকে এই নৃশংস ঘটনার পর ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায় । ঘটনার প্রতিবাদে ও ঘাতকদের গ্রেফতার করে কঠিন শাস্তির দাবিতে মালদা-মানিকচক রাজ্য সড়ক অবরোধ করেন গ্রামবাসী । পরিস্থিতি সামাল দিতে পুলিশের পাশাপাশি নামানো হয় ব়্যাফ। এই ঘটনায় পুলিশের দিকে অভিযোগের আঙুল তুলছেন স্থানীয় বাসিন্দারা । তাদের অভিযোগ,এলাকায় বেশ কিছু দিন ধরে অপ্রীতিকর ঘটনা ঘটলেও কোনরকম ব্যবস্থা নেওয়া হয়নি৷ বাধ্য হয়ে গ্রামবাসী নিজেরাই রাতে পাহারা দিতে গিয়ে প্রাণ হারালো এক তরতাজা যুবককে । এনিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তারা ।
গ্রান্মবাসীরা জানিয়েছেন,বেশ কিছুদিন ধরে সিকান্দারপুর এলাকায় বহিরাগতদের আনাগোনা বেড়েছে । তারা গ্রামে ঢুকে লুঠপাট চালানোর পাশাপাশি মহিলাদের সঙ্গে অশালীন আচরণ করত । যেকারণে পুলিশের সঙ্গে কথা বলে গত একমাস ধরে গ্রামে রাত পাহারার ব্যবস্থা করা হয়৷ আর তারে অসুবিধার মুখে পড়তে হয় দুষ্কৃতীদের৷ মঙ্গলবার রাতে শিবু মণ্ডল ও সূর্য মণ্ডলের উপর পাহাড়ার দায়িত্ব পড়ে । তারা গভীর রাতে পাহাড়া দেওয়ার সময় দুষ্কৃতীরা ধারাল অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায় । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে পুলিশ যদি দুষ্কৃতীদের দৌরাত্ম বন্ধে সক্রিয় ভূমিকা নিত তাহলে একটা প্রাণ অকালে ঝড়ে যেত না । পুলিশ ঘাতকদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে ।।
Youth brutally hacked to death in Malda’s English Bazaar, 1 more seriously injured, road blocked, RAF deployed