এইদিন ওয়েবডেস্ক,কাবুল,২২ এপ্রিল : একদিনে ইরান ও পাকিস্তান থেকে ৭৫০ জনেরও বেশি আফগান শরণার্থী পরিবারকে তাড়ানো হয়েছে। তালিবান-পরিচালিত বাখতার নিউজ এজেন্সি জানিয়েছে যে এই লোকেরা গতকাল তোরখাম, স্পিন বোল্ডাক, সিল্ক ব্রিজ এবং ইসলাম কালা হয়ে ফিরে এসেছে।এই প্রতিবেদন অনুসারে, নাঙ্গারহারের তোরখাম হয়ে ২১০টি পরিবার, কান্দাহারের স্পিন বোলদাক হয়ে ২২৭টি পরিবার, নিমরোজের সিল্ক ব্রিজ হয়ে ৯৩টি পরিবার এবং হেরাতের ইসলাম কালা হয়ে ২২২টি পরিবার দেশে ফিরেছে।
এই শরণার্থীরা জোরপূর্বক এবং স্বেচ্ছায় উভয়ভাবেই দেশে ফিরে এসেছে বলে জানিয়েছে তালিবান । গতকাল, ইরান ও পাকিস্তান থেকে ৭০০ জনেরও বেশি পরিবার দেশে ফিরেছে। পাকিস্তান এক মাসেরও কম সময়ের মধ্যে ৮৪,০০০ এরও বেশি আফগান শরণার্থীকে দেশ থেকে বহিষ্কার করেছে।।