এইদিন স্পোর্টস নিউজ,২২ এপ্রিল : উত্তরবঙ্গের দার্জিলিংয়ে আয়োজিত রাজ্যস্তরের ক্যারাটে প্রতিযোগিতায় বাজিমাত করল পূর্ব বর্ধমানের খুদেরা । প্রায় ১০০০ জন প্রতিযোগীর মধ্যে পূর্ব বর্ধমান জেলা থেকে অংশগ্রহণ করেছিল মোট ১৫ জন ছেলেমেয়ে । আর তারা নিয়ে এসেছে মোট ১০টি পদক । তার মধ্যে রয়েছে ৪টি সোনা, ৪টি রূপো ও ২টি ব্রোঞ্জ পদক । এই সাফল্যে উচ্ছ্বসিত বর্ধমান ক্যারাটে-ডো অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রেনসি দেবাশীষ কুমার মণ্ডল। তিনি বলেন,’পূর্ব বর্ধমানের জন্য এটা একটা গর্বের মুহুর্ত । আমার পরবর্তী লক্ষ্য আন্তর্জাতিক প্রতিযোগিতা । আমার বিশ্বাস যে সেখানেও পূর্ব বর্ধমানের ছেলেমেয়েরা নিজেদের দক্ষতা প্রমাণ করবে।’
গত ১৮ থেকে ২০ এপ্রিল দার্জিলিং-এর শিলিগুড়ির দিল্লি পাবলিক স্কুলে বসেছিল ২৭তম পশ্চিমবঙ্গ রাজ্য ক্যারাটে প্রতিযোগিতা । ক্যারাটে-ডো অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল-এর পরিচালনায় এবং রাজ্য ক্যারাটে সংস্থার সভাপতি হানসি প্রেমজিত সেন ও সম্পাদক হানসি জয়দেব মণ্ডলের তত্ত্বাবধানে এই প্রতিযোগিতা পরিচালিত হয় । দেবাশীষ কুমার মণ্ডল জানান, এবারের প্রতিযোগিতায় পূর্ব বর্ধমান জেলা থেকে মোট ১৫ জন ক্যারাটেকা অংশগ্রহণ করেছিল । তারা মোট ১০টি পদক (৪টি সোনা, ৪টি রূপো ও ২টি ব্রোঞ্জ) অর্জন করেছে । তার মধ্যে আয়ুষ মাহালিক ৮ বছর বয়সী পুরুষ কাতায় রূপো ও (৮ বছর -২০ কেজি পুরুষ কুমিতে সোনা পেয়েছে । ৯ বছর বয়সী ও অনুর্ধ ৩৫ কেজি মহিলা কুমিতে অয়ন্তিকা সাহা পেয়েছে স্বর্ণ পদক । এছাড়া বৈদ্যুতি মণ্ডল – সোনা (১২ বছর মহিলা কাতা), ঈশানী গুপ্ত – সোনা (১৪/১৫ বছর -৪৭ কেজি মহিলা কুমিতে),সাকিব আনজুম সেখ – রূপো (৯ বছর -৩০ কেজি পুরুষ কুমিতে),আয়ুষ পোদ্দার – রূপো (১১ বছর -৩০ কেজি পুরুষ কুমিতে),ধ্রুবজিত দত্ত – রূপো (১২ বছর -৪০ কেজি পুরুষ কুমিতে),
ঐশী পাল – ব্রোঞ্জ (১০ বছর +৪০ কেজি মহিলা কুমিতে) এবং ১২ বছর -৪৭ কেজি মহিলা কুমিতে একটা ব্রোঞ্জ পদক পেয়েছে আয়েশা নুসরাত ।
দেবাশীষবাবু জানান,এই রাজ্য ক্যারাটে প্রতিযোগিতা ছিল একটি অফিসিয়াল ইভেন্ট, যা বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন এবং ক্যারাটে ইন্ডিয়া অর্গানাইজেশন দ্বারা অনুমোদিত। পূর্ব বর্ধমান জেলা থেকে কোচ হিসেবে সেনসেই অমিত পোদ্দার এবং বিচারক হিসেবে সেনসেই অয়ন কুণ্ডু অংশগ্রহণ করেন বলে জানা গেছে।।