শ্যামসুন্দর ঘোষ,মন্তেশ্বর(পূর্ব বর্ধমান),২১ এপ্রিল : পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরে যাত্রীবাহী বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষে বাইক আরোহীর মৃত্যু হয়েছে । দুর্ঘটনাটি ঘটেছে আজ সোমবার দুপুরে মন্তেশ্বর থানা কুসুমগ্রাম বাজারে । পুলিশ জানিয়েছে, মৃতের নাম মন্টু সেখ৷ তার বাড়ি কুসুমগ্রাম এলাকায়। পুলিশ বাইক ও ঘাতক বাসটিকে আটক করেছে ।
জানা গেছে,কুসুমগ্রাম বাজারে সবজির ব্যবসা করতেন মন্টু সেখ । প্রতিদিনের মত আজ দুপুরেও তিনি বাড়িতে মধ্যাহ্নভোজন করতে আসেন । খাওয়া দাওয়ার পর ফের তিনি নিজের বাইকে চড়ে দোকানে যাচ্ছিলেন । কিন্তু তিনি কুসুমগ্রাম বাজারের সিনেমা হলের কাছাকাছি আসতেই বর্ধমানমুখি একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তার বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় । তিনি ছিটকে রাস্তার উপরে পড়লে তার মাথার উপর দিয়ে বাসের চাকা চলে যায় । ঘটনাস্থলেই মারা যান ওই ব্যবসায়ী । খবর পেয়ে মন্তেশ্বর থানার পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে মন্তেশ্বর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে । মর্মান্তিক এই ঘটনায় শোকস্তব্ধ মৃতের পরিবার পরিজন ।।