এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),২০ এপ্রিল : ট্রেনের ধাক্কায় সেচ দফতরের এক কর্মীর মৃত্যু হল পূর্ব বর্ধমান জেলার ভাতারে৷ দুর্ঘটনাটি ঘটে আজ রবিবার বিকেলে ভাতারের বেলেণ্ডা গ্রাম ঢোকার মুখেই । মৃতের নাম সুভাষ দাস (৪৩)। তিনি বেলেণ্ডা গ্রামের দাসপাড়ার বাসিন্দা । সেচ দফতরের আমারুন সেকশনে কর্মরত ছিলেন তিনি । রেলপুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমানে পাঠিয়েছে ।
স্থানীয় সূত্রে খবর,আজ রবিবার অফিসে ছুটি ছিল । বিকেলে বন্ধুদের সঙ্গে গল্পগুজব করে বিকেল ৪-৪৫ নাগাদ বাড়ি ফিরছিলেন । কিন্তু অসাবধানতাবশত রেললাইন পারাপার করার সময় কাটোয়া বর্ধমান লাইনে বর্ধমানগামী ট্রেন তাকে দেয় । ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। মর্মান্তিক এই ঘটনায় বাকরুদ্ধ পরিবার । শোকস্তব্ধ পরিবার পরিজন ।।