এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২০ এপ্রিল : শনিবার রাতে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সিপিএমের একটা মিছিলের ভিডিও এক্স-এ শেয়ার করেছেন । তিনি লিখেছেন,’ব্রিগেডের প্রচার তুঙ্গে ! মাকুদের মিছিল ।’ সিপিএমের পতাকা হাতে গুটি কয়েক লোকজনকে মিছিলে হাঁটতে দেখা গেছে । মিছিলটি কোথাকার তা স্পষ্ট নয়৷ তবে মিছিলে তোলা শ্লোগানের তীব্র নিন্দা করেছে বিজেপি । শ্লোগান তোলা হয় : “মুসলিম বাঁচাও, বিজেপি হঠাও” । বাকিরা কোরাস দেয় “দেশ বাঁচাও,দেশ বাঁচাও” ।
একই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে বিজেপির যুবনেতা ও কলকাতা হাইকোর্টের আইনজীবী তরুনজ্যোতি তিওয়ারি লিখেছেন, ‘মুসলমান বাঁচাও বিজেপি হটাও’ । এটাই ধর্মনিরপেক্ষ বামফ্রন্ট। হিন্দুদের নিজেদের শত্রুদের চিহ্নিত করা উচিত।। রহিম চাচার এই ছেলেগুলো হিন্দুদের কথা ভাবেনা।’ সজল ঘোষ লিখেছেন,’মুসলমান বাঁচাও বিজেপি হটাও,বাহ ধর্মনিরপেক্ষ সিপিএম।’ স্লোগান থেকেই পরিষ্কার কে যে আসলে কার – তাই বলি হিন্দু বাঙালি তোমায় তোমার বন্ধু-শত্রু চিনতে হবে ।’
প্রসঙ্গত, দ্রব্যমূল্য বৃদ্ধির অভিযোগ তুলে কেন্দ্র সরকারের বিরুদ্ধে ব্রিগেডে সমাবেশের ডাক দিয়েছে সিপিএম । তবে পূর্ব ঘোষিত ওই সমাবেশে মুর্শিদাবাদের সাম্প্রদায়িক হিংসার প্রসঙ্গ আছে কিনা জানা যায়নি । কংগ্রেসের হাইকম্যান্ডও জানিয়েছে যে ‘দ্রব্যমূল্য বৃদ্ধি’ মহামারীর আকার নিয়েছে। তাই তারা ওই ইস্যুটিকে বেশি প্রাধান্য দিচ্ছে৷ এদিকে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস তো অনেক আগে থেকেই ‘দ্রব্যমূল্য বৃদ্ধি’র কথা বলে আসরে নেমে গেছে । অর্থাৎ ২০২৬-এ রাজ্যে বিধানসভার ভোটে ইন্ডি জোটের প্রধান ইস্যু হবে ‘দ্রব্যমূল্য বৃদ্ধি’ । অন্যদিকে তৃণমূলের ‘তোষামোদি নীতি’ ও ‘দুর্নীতি’কে ইস্যু করে ইতিমধ্যেই জোরদার প্রচার চালাচ্ছে বিজেপি ।।