এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,১৮ এপ্রিল : নিজের দেশের হিন্দুদের নিরাপত্তা নেই, এদিকে ‘ভারতের সংখ্যালঘু মুসলিমদের ‘পূর্ণ নিরাপত্তা’ নিশ্চিত করার আহ্বান’ জানিয়েছে বাংলাদেশ৷ যদিও সংখ্যাতত্ত্বের দিক দিয়ে ভারতীয় মুসলিমরা সংখ্যালঘু নয়, বরঞ্চ দ্বিতীয় বৃহত্তর জনগোষ্ঠী । বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বাংলাদেশের ইসলামি মৌলবাদী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন,মুর্শিদাবাদের সাম্প্রদায়িক সহিংসতায় বাংলাদেশকে জড়ানোর যেকোনো চেষ্টাকে আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করি। একইসঙ্গে ভারতে মুসলিমদের ওপর হামলা এবং তাদের জানমালের নিরাপত্তা হানির ঘটনার নিন্দা জানায় বাংলাদেশ সরকার।প্রেস সচিব বলেন, আমরা ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারকে সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাই।
প্রসঙ্গত,মুর্শিদাবাদের হিন্দুরাই সংখ্যালঘু । সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের অত্যাচারে ভিটেমাটি ছাড়া হতে হয়েছে শত শত হিন্দু পরিবারকে । হিন্দু পিতাপুত্র খুনও হয়েছে । আর সেটা চাপা দিতেই উল্টো দাবি শুরু করেছে বাংলাদেশের ইসলামি মৌলবাদী সরকার । অভ্রনীল হিন্দু নামে বাংলাদেশের একজন এক্স ব্যবহারকারী লিখেছেন, ‘বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতনের ফলে ১৯৪৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশে হিন্দুদের সংখ্যা ৩৩% থেকে কমে ৭.৭০% হয়েছে। আর ভারতে মুসলিম জনসংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং হিন্দুদের উপর আক্রমণ শুরু করেছে।’
ভয়েস অফ বাংলাদেশি হিন্দাস নামে একজন এক্স ব্যবহারকারী লিখেছেন,’বাংলাদেশে সংখ্যালঘুদের হত্যাকারীরা ভারতে সংখ্যালঘুদের দুর্দশার জন্য কুমিরের অশ্রু ফেলছে।’।