এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,১৮ এপ্রিল : বাংলাদেশের ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে কারাগারে স্বামীকে দেখে ফেরার পথে তরুণীকে (২০) গনধর্ষণের ঘটনা ঘটেছে । এই ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী ওই নারী। অভিযোগের সূত্র ধরে দুজনকে আটক করেছে পুলিশ। বুধবার (১৬ এপ্রিল) রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেঘরিয়া এলাকায় এই ঘটনা ঘটে।
জানা গেছে, এক তরুণী ঢাকা থেকে কেরানীগঞ্জ-এর কেন্দ্রীয় কারাগারে তার স্বামীর সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন। সাক্ষাৎ শেষে বুধবার রাত ৮টার দিকে কারাগারের সামনে থেকে একটি সিএনজিতে ওঠেন। সিএনজিতে আগে থেকে থাকা দুজন নারীযাত্রী কিছু দূর যাওয়ার পর নেমে যান। এরপর সিএনজিতে ওঠানো হয় ২-৩ জন পুরুষ যাত্রীকে। চালক ও যাত্রীরা কৌশলে তরুণীকে ঘুরিয়ে তেঘরিয়া উচ্চবিদ্যালয়ের দক্ষিণ পাশের একটি নির্জন স্থানে নিয়ে যায় এবং সেখানে তাকে রাতভর ধর্ষণ করে । এরপর ধর্ষণকারীরা বৃহস্পতিবার ভোররাতে তাকে রেখে পালিয়ে যান। তরুণীটি আশপাশের লোকজনের সহযোগিতায় দক্ষিণ কেরানীগঞ্জ থানা উপস্থিত হয়ে বিষয়টি পুলিশকে জানান।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ওই নারীর অভিযোগের সূত্র ধরে বৃহস্পতিবার ঘটনার সঙ্গে জড়িত থাকার অপরাধে দুজনকে আটক করে পুলিশ। এ ঘটনায় তিনজনের নামে মামলা হয়েছে।।