এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৮ এপ্রিল : বিজেপি নেতা ৬১ বছর বয়সী দিলীপ ঘোষ বিয়ে করছেন৷ পাত্রী ৫১ বছরের রিঙ্কু মজুমদার বিজেপি-র দক্ষিণ কলকাতার মহিলা মোর্চার নেত্রী ৷ তিনি বিবাহবিচ্ছিন্না এবং ২৫ বছর বয়স্ক এক পুত্রও রয়েছেন। ছেলের অনুমতি নিয়েই তিনি বিয়ে করছেন বলে খবর । আজ শুক্রবার পরিবারের উপস্থিতিতে রেজিস্ট্রি ম্যারেজ করতে চলেছেন তারা। ইতিমধ্যেই দিলীপের মা কলকাতায় এসেছেন বলে জানা গেছে ।
এদিকে দিলীপ ঘোষের বিয়ে ঘিরে তৃণমূল নেতাদের মধ্যে শুভেচ্ছার নামে কটাক্ষের জোয়ার দেখা যাচ্ছে । বিজেপি নেতারাও জনৈক রঞ্জিত ঘোষের প্রসঙ্গ তুলে পালটা নিশানা করছেন ৷ তবে তারা রঞ্জিত ঘোষের পরিচয় এবং প্রকৃত কাহিনী খোলসা করছেন না ।
দিলীপবাবুর বিয়ে নিয়ে তৃণমূলের যুবনেতা দেবাংশ ভট্টাচার্য এক্স-এ লিখেছেন,’অনেক অভিনন্দন বিজেপির দিলীপ ঘোষ দা । মন থেকে খুশি হয়েছি। খুব ভালো হোক। নতুন বৌদি আপনার হাত থেকে তরোয়াল কেড়ে নিয়ে গোলাপ তুলে দিক। ভালো থাকুন দুজনে। ফের শুভেচ্ছা ।’ সেটা ট্যাগ করে বিজেপির যুবনেতা তরুনজ্যোতি তিওয়ারি লিখেছেন, ‘সেই ঘোষ বাবু যদি তার স্ত্রীর সাথে সংসার করতে পারতেন তাহলে আজকে তার স্ত্রী হিজাব পড়ে হিন্দুদের নরসংহার করতেন না। সেই আইনজীবীর সাথে যেটা হয়েছে ঠিক হয়নি। তিনি যদি তার স্ত্রীকে একটু সময় দিতেন তাহলে তার স্ত্রী হয়তো অনেকটা সুস্থ থাকতেন ।’ কিন্তু তিনি ‘সেই আইনজীবী’র নাম খোলসা করেননি ।
একটা মজাদার পোস্ট করেছেন বিজেপি নেতা সজল ঘোষ । তিনি লিখেছেন,’রঞ্জিত ঘোষের বিয়েতে কি আপনি নাপিত ছিলেন নাকি অরূপ চক্রবর্তী দাদা?’ সেই সাথে একটা পোস্টারে লিখেছেন,’সূত্রের খবর শুভেন্দু নাকি নিতবর হতে চেয়েছিল,তারপরেই দিলীপদা সিদ্ধান্ত’ ।।