এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),১৭ এপ্রিল : কাটোয়ায় গঙ্গার ঘাটে দাঁড়িয়ে থাকা এক ষাটোর্ধ্ব বৃদ্ধার সোনার গহনা ও নগদ টাকা ভর্তি ব্যাগ নিয়ে চম্পট দিল এক দুষ্কৃতী । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা নাগাদ কাটোয়ার দেবরাজ স্নানঘাটে এই ঘটনা ঘটে । দুর্গাপুরের সিটি সেন্টার এলাকার বাসিন্দা স্বর্ণলতা সাহা নামে ওই বৃদ্ধা এনিয়ে কাটোয়া থানায় অভিযোগ দায়ের করেছেন । তিনি জানিয়েছেন,নগদ ও গহনা সহ প্রায় ৮০ হাজার টাকা ছিল ওই ব্যাগে । পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে কেপমারকে চিহ্নিত করার চেষ্টা চলছে ।
জানা গেছে,স্বর্ণলতা সাহার বোনের বাড়ি কেতুগ্রাম থানার হাটপাড়া গ্রামে । সপ্তাহখানেক আগে বোনের বাড়িতে একাই বেড়াতে আসেন তিনি । আজ দুই বোনপোর স্ত্রী সন্ধ্যা সাহা ও রীতা সাহাকে সঙ্গে নিয়ে কাটোয়া শহরে গঙ্গাস্নান করতে আসেন স্বর্ণলতাদেবী।দুই জোড়া সোনার পুরানো চুড়ি এবং আরও কিছু টাকা দিয়ে কাটোয়ায় গহনার দোকানে নতুন গহনা তৈরি করানোর কথা ছিল । একটি স্টিলের কৌটোর মধ্যে চারটি চুড়ি এবং ১৪ হাজার টাকা ভরে একটি ব্যাগে রাখা ছিল। অন্য একটা ব্যাগে আরও দুই হাজার টাকা ছিল ।
জানা গেছে,ব্যাগটি ঘাটে নামিয়ে নদীতে স্নান করেন স্বর্ণলতাদেবী। তিনি স্নান সেরে উঠে আসার পর বাকি দুজন বধূ স্নান করতে নামেন । ব্যাগের কাছেই দাঁড়িয়ে ছিলেন স্বর্ণলতাদেবী। কিন্তু তিনি অন্যমনস্ক হলে দুষ্কৃতকারীরা ব্যাগ নিয়ে পালিয়ে যায় । এরপর পুলিশের দ্বারস্থ হন ওই বৃদ্ধা ৷ প্রসঙ্গত,স্নানঘাটে কোনও সিসিটিভি ক্যামেরা নেই । আর সেই সুযোগে চোর,কেপমারদের দল পুন্যার্থীদের নিশানা করে বলে অভিযোগ ।।