এইদিন ওয়েবডেস্ক,ইসলামাবাদ,১৭ এপ্রিল : ভারতের কংগ্রেস, বামপন্থী,তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি, আম আদমি পার্টির মত রাজনৈতিক দলগুলো যখন দেশের হিন্দুদের ধর্ম নিরপেক্ষতার ভোকাল টনিক খাওয়াতে ব্যস্ত, অন্যদিকে তখন পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনির বললেন মুসলিমরা হিন্দুদের থেকে আলাদা এবং দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশভাগের সিদ্ধান্ত সঠিক ছিল ।
পাকিস্তানের সেনাপ্রধানের এই মন্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে । একটা ইন্ডোর অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তাকে বলতে শোনা গেছে,’পাকিস্তানের কাহিনী আপনারা হয়তো শোনেননি৷ আমাদের সন্তানদের সেই কাহিনী বলতে হবে, যাতে তারা পাকিস্তানের গল্প ভুলে না যায়। আমাদের পূর্বপুরুষরা ভেবেছিলেন যে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রেই আমরা হিন্দুদের থেকে আলাদা। আমাদের ধর্ম আলাদা, আমাদের রীতিনীতি আলাদা, আমাদের চিন্তাভাবনা ভিন্ন,আমাদের আকাঙ্ক্ষা ভিন্ন। এটাই ছিল দ্বিজাতি তত্ত্বের ভিত্তি। আমরা দুটো জাতি, এক জাতি নই । যে কারণে আমাদের পূর্বপুরুষরা এই দেশ তৈরির জন্য অবিরাম সংগ্রাম চালিয়ে গিয়েছিলেন । আমাদের পূর্বপুরুষরা আমাদের অপরিসীম ত্যাগ স্বীকার করেছেন এবং এই দেশ তৈরির জন্য আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি এবং আমরা দেশকে রক্ষা করতে জানি। আমার প্রিয় ভাই এবং পুত্র এবং বোনেরা, দয়া করে গল্পটি ভুলে যাবেন না।’।