এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),০৮ আগস্ট : নিখোঁজ মহিলাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর মন্তব্য করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল কাটোয়া থানার পুলিশ । ধৃতের নাম রবীন্দ্র মণ্ডল ৷ কাটোয়া থানার চরপানুহাটের বাসিন্দা ওই যুবককে পুলিশ শনিবার রাতে গ্রেফতার করে । রবিবার ধৃতকে কাটোয়া মহকুমা আদালতে তোলা হয় । বিচারক ধৃতকে ৪ চার দিনের জন্য পুলিশ হেফাজতের নির্দেশ দেন ।
জানা গেছে,মহিলার বাপের বাড়ি কেতুগ্রামের উদ্ধারণপুর এলাকায় । বছর পাঁচেক আগে কাটোয়া শহরের বাসিন্দা এক ব্যক্তির সঙ্গে তাঁর বিয়ে হয় । কিন্তু ২ বছর পরেই তাঁদের ছাড়াছাড়ি হয়ে যায় । তারপর থেকে উদ্ধারণপূরে বাপের বাড়িতেই ছিলেন ওই মহিলা । মহিলার মা জানান, গত ১১ জুলাই রবীন্দ্র মণ্ডল উদ্ধারণপুরে তাঁদের বাড়িতে গিয়েছিল । সেই সময় বাড়িতে মেয়ে ছাড়া অন্য কেউ ছিল না । সেই সুযোগে সে তাঁর মেয়েকে প্রেম নিবেদন করে । কোথাও পালিয়ে যাওয়ার প্রস্তাব দেয় রবীন্দ্র । কিন্তু তাঁর মেয়ের কাছ থেকে ইতিবাচক কোনও উত্তর না পেয়ে রবীন্দ্র চলে যায় । তবে যাবার আগে হুমকি দিয়ে যায় সে তাঁর মেয়ের জীবন দূর্বিষহ করে দেবে । এমনকি মেয়েকে খুনও করে দিতে পারে বলে হুমকি দিয়ে যায় । ঠিক তার পরের দিনেই নিখোঁজ হয়ে যান তার মেয়ে । প্রায় এক মাস ধরে তিনি তাঁর মেয়ের কোনও সন্ধান পাচ্ছেন না বলে জানিয়েছেন নিখোঁজ মহিলার মা ।
জানা গেছে,শনিবার নিখোঁজ মহিলার মা রবীন্দ্র মণ্ডলের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন । তাঁর অভিযোগ, সম্প্রতি তাঁর নিখোঁজ মেয়ে ও ছেলেকে জড়িয়ে সোসাল মিডিয়ায় অশ্লীল ভাষায় মন্তব্য করেছে রবীন্দ্র । তাই অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেওয়ার পাশাপাশি নিখোঁজ মেয়েকে খুঁজে আনার জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছে মহিলার মা । এদিকে অভিযোগ পেয়েই ওই দিন রাতেই অভিযুক্ত যুবককে গ্রেফতার করে কাটোয়া থানার পুলিশ । এদিন ধৃতকে আদালতে তোলা হয় ।।