এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৬ এপ্রিল : তৃণমূল সুপ্রিমো আজই নেতাজি ইনডোর স্টেডিয়ামে ইমামদের সঙ্গে বৈঠকে দাবি করেছিলেন যে বিজেপির উস্কানি মূলক মন্তব্যের জন্যই নাকি মুর্শিদাবাদে সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনা ঘটেছে । কিন্তু রাজ্য বিধানসভার বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী অভিযোগ করেন যে ধুলিয়ানের তৃণমূলের চেয়ারম্যান, সামসেরগঞ্জের বিধায়ক ও ফারাক্কার বিধায়কের দাদার উসকানিতেই এই সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে । তার এই মন্তব্যের কয়েক ঘন্টার মধ্যেই মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান মোঃ ইনজামুল হকের উস্কানিমূলক মন্তব্য এবং নিজে দাঁড়িয়ে থেকে দাঙ্গা পরিচালনা করার ভিডিও মাইক্রো ব্লগিং সাইট এক্স-এ শেয়ার করলেন শুভেন্দু অধিকারী । ‘এই ঘৃণ্য অপরাধের জন্য তাকে অবিলম্বে গ্রেফতার করে কঠোর শাস্তি’র ডাবিয়ে জানিয়েছেন তিনি ।
শুভেন্দু অধিকারী শেয়ার করা ভিডিওতে তাকে বলতে শোনা গেছে, ‘আমি ছোটবেলায় একটা ফিল্ম দেখেছিলাম৷ সেই ফিল্মের নাম হলো ‘এলান-এ-জঙ্গ’ । আজকে থেকে আমাদের ‘এলান-এ-জঙ্গ’-এর ধর্মেন্দ্র হতে হবে মোদীর বিরুদ্ধে । দেখিয়ে দিতে হবে হাওয়া কা রুখ বদল সকতা হ্যায় । বিজেপি পার্টি ভারতবর্ষের মাটি থেকে উঠে যাবে ।’ এরপরই দোকানপাট ভাঙচুরের ভিডিও সংযুক্ত করা হয়েছে এবং সেই দাঙ্গার নেতৃত্ব দেয়ার অভিযোগ তোলা হয়েছে মোঃ ইনজামুল হকের বিরুদ্ধে ।
প্রতিক্রিয়া শুভেন্দু অধিকারী লিখেছেন,’মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান; মোঃ ইনজামুল হকের উস্কানিমূলক ও বিষাক্ত বক্তব্যের পর দাঙ্গা বাধে। এই ব্যক্তি নিজের ক্ষমতার অপব্যবহার করে সরাসরি দাঙ্গা ভড়কে দিয়েছে, ও নিজে হিংসাত্মক আক্রমণে নেতৃত্ব দিয়েছে। ভিডিও তে স্পষ্ট প্রমাণ পাওয়া যাচ্ছে এই ব্যক্তি দাঙ্গার সাথে জড়িত। এই ঘৃণ্য অপরাধের জন্য তাকে অবিলম্বে গ্রেফতার করে কঠোর শাস্তি দেওয়া হোক। কেনো এদের বাইরে ছেড়ে রাখা হয়েছে?’
তিনি আরো লিখেছেন,’মোথাবাড়ি থেকে ধুলিয়ান সর্বত্র তৃণমূল কংগ্রেসের নেতারা হিন্দু বিরোধী দাঙ্গার মূল চক্রান্তকারী ও অনুঘটক। তৃণমূল কংগ্রেসের এই ধরনের বিষাক্ত রাজনীতি হিন্দুদের বিপদে ফেলে ও নিজেদের ভোটব্যাংক কে সমৃদ্ধ করার অপচেষ্টা মাত্র।
এরাই সমাজে বিদ্বেষ ছড়িয়ে মৌলবাদীদের উস্কে দিয়ে শান্তি ভঙ্গ করছে। এদের ঘৃণা ভাষণ ও কার্যকলাপ সরাসরি দাঙ্গা সৃষ্টির জন্য দায়ী। এই দাঙ্গাবাজদের মুখোশ খুলে ফেলার সময় এসেছে!’