শ্যামসুন্দর ঘোষ,মেমারি(পূর্ব বর্ধমান),১৬ এপ্রিল : পূর্ব বর্ধমান জেলার মেমারিতে বেপরোয়া ট্রাক্টরের চাকায় দ্বিখন্ডিত হয়ে গেল টোটো যাত্রী মহিলার দেহ । ট্রাক্টরের ধাক্কায় গুরুতর আহত হয়েছে আরো দুজন৷ তাদের মধ্যে টোটো চালকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে । পুলিশ জানিয়েছে মৃতার নাম প্রমিলা সিংহ সর্দার(৬৫)৷ তার বাড়ি মেমারীর নদীপুর সংলগ্ন বাগিলা মোড় এলাকায়।মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে আজ বুধবার দুপুর প্রায় সাড়ে তিনটে নাগাদ মেমারি-২ বোয়ার-১ পঞ্চায়েতের অন্তর্গত সংলগ্ন বাগিলা মোড় এলাকায় । পুলিশ ঘাতক ট্রাক্টরটি আটক করেছে ।
জানা গেছে,আজ একটি টোটোই চড়ে বাঁকুড়া থেকে বাড়ি ফিরছিলেন প্রমিলা সিংহ সর্দার । তার সঙ্গে ছিলেন তার স্বামী । টোটোটি নদীপুর সংলগ্ন বাগিলা মোড় এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি বালি বোঝাই ট্রাক্টর বেপরোয়া গতিতে টোটোটিকে ধাক্কা দেয় । পাশেই ছিল আরেকটি টোটো । ট্রাক্টরের ধাক্কায় দুটো টোটোই উল্টে পড়ে । প্রমিলা সিংহ সর্দার নামে ওই প্রৌঢ়া ছিটক্যাট ট্রাক্টরের চাকার তলায় এসে পড়েন। তার পেটের উপর দিয়ে ট্রাক্টরের চাকা চলে যায় এবং দ্বীখন্ডিত হয়ে যায় মহিলার দেহ । ঘটনাস্থলেই মৃত্যু হয় তার । আহত হন টোটো চালক এবং মহিলার স্বামী । পরে মেমারি থানার পুলিশকে হতাহতদের উদ্ধার করে মেমারি গ্রামীণ হাসপাতালে আনে । টোটো চালক জিয়ামুল ইসলাম(৪৫) অবস্থা গুরুতর হওয়ায় তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করে দেওয়া হয়েছে।।