এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৬ এপ্রিল : আজ বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ওয়াকফ ইস্যু নিয়ে ইমাম- মোয়াজ্জেমদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুর্শিদাবাদের জঙ্গিপুরের সাম্প্রদায়িক দাঙ্গার দায় বিজেপির ঘাড়ে চাপিয়ে দেন । পালটা মুর্শিদাবাদের ধুলিয়ান পুরসভার তৃণমূলের চেয়ারম্যান, সামসেরগঞ্জের তৃণমূল বিধায়ক ও ফারাক্কার তৃণমূল বিধায়কের দাদারা দিকে দাঙ্গা উসকে দেওয়ার ইঙ্গিত দিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তিনি আজ দুপুরে বিধানসভার গেটের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘ধুলিয়ানের তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান, সামসেরগঞ্জের বিধায়ক, ফারাক্কার বিধায়কের দাদারা কি করেছে আমরা ভিডিও দিয়ে প্রমাণ করে দেব ।’
এছাড়াও শুভেন্দু অধিকারী অভিযোগ করেন যে সংশ্লিষ্ট এলাকাগুলিতে মুসলিম ভোটব্যাঙ্ক কংগ্রেসের দিকে চলে যাওয়ায় সেই ভোট পুনরায় তৃণমূলের দিকে ফিরিয়ে আনতেই পরিকল্পিতভাবে এই দাঙ্গা লাগানো হয়েছে । এই বিষয় তিনি মুখ্যমন্ত্রীকে নিশানা করে বলেন, ‘গত লোকসভা নির্বাচনে মোথাবাড়ি, ফারাক্কা ও সামশেরগঞ্জ-এ মুসলিমদের বড় অংশ কংগ্রেসকে ভোট দিয়েছে । ঈসা খান চৌধুরী জিতেছে । তাই সাম্প্রদায়িক দাঙ্গার মাধ্যমে মুসলিম ভোটকে ফেরানোর জন্য আপনারাই দাঙ্গা করিয়েছেন । আপনি আজকে সত্য স্বীকার করেছেন ।’
মুর্শিদাবাদের জঙ্গিপুরে সাম্প্রদায়িক হিংসার তদন্তভার এনআইএ-এর হাতে তুলে দেওয়ার জন্য ফের সওয়াল করেন শুভেন্দু অধিকারী । তিনি বলেন,’মমিনপুরে এইকবালপুরে এনআইএ হয়েছে। রিষরা ডালখোলা
তে এনআইএ হয়েছে। শিবপুরে এনআইএ হয়েছে । আমরা মুর্শিদাবাদেরও এনআইএ চাই । কালকে কোর্টে কেস আছে । রাজ্য সরকারের উকিলও বলুন যে আমরা এনআইএ চাই ।’
আজ নেতাজি ইন্ডোরে মমতা ব্যানার্জি বলেছেন, মুর্শিদাবাদের দাঙ্গায় যাদের বাড়ি ধ্বংস করে দেওয়া হয়েছে বাংলা আবাস যোজনা তাদের নতুন বাড়ি করে দেওয়া হবে । এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, ‘আমাদের হিন্দুদের বাড়ি ওনাকে করতে হবে না। আমরা এনএইচআরসি এবং সিপিডব্লিউটিকে দিয়ে কোটি টাকা আদায় করব । আজকেই চারটে মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে। টাকা আমরা আদায় করব । কি করে আদায় করতে হয় আমরা জানি । এছাড়া আমরা যাদের পেটিএম পেয়েছিলাম প্রত্যেকের অ্যাকাউন্টে হাজার হাজার করে টাকা সবাই ঢোকাচ্ছে । উনার দয়ার আমাদের দরকার নেই ।’
মুখ্যমন্ত্রী ও রাজ্যের পুলিশের ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করে শুভেন্দু অধিকারী বলেন,’১১ তারিখে যখন ধুলিয়ান এবং সামশেরগঞ্জে তান্ডব চলে, সেই চার ঘন্টা ওনার পুলিশ কোথায় ছিল ? এই প্রশ্ন আমরা করতে চাই৷ পুলিশকে লুকিয়ে রেখে বাড়িতে ঢুকে মৃৎশিল্পী হরগোবিন্দ দাস ও চন্দন দাসকে খুন করেছেন । শুধু হিন্দু হওয়ার জন্য । আপনার(মমতা ব্যানার্জি) পদত্যাগ দাবি করি৷ আপনাকে আমরা জেলে দেখতে চাই৷’ মুখ্যমন্ত্রী এদিন এও দাবি করেন যে ভুয়া ভিডিও ছেড়ে কেন্দ্রীয় এজেন্সি মুর্শিদাবাদের দাঙ্গা করিয়েছে । এই প্রসঙ্গে নিহত হিন্দু পিতা পুত্রের ছবি দেখিয়ে শুভেন্দু অধিকারী বলেন,’হ্যাঁ, এইটা তো ফেক নিউজ ? হরগোবিন্দ দাস, চন্দন দাসের বাড়িতে ঢুকে কুপিয়ে খুন করেছে এটা ফেক নিউজ ?’