এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৬ এপ্রিল : নিজেকে ‘ধর্মনিরপেক্ষ’ দাবি করে ফের মুর্শিদাবাদের জঙ্গিপুরের সাম্প্রদায়িক হিংসার দায় বিজেপির ঘাড়ে চাপালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ৷ আজ বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম-মোয়াজ্জেমদের সঙ্গে বৈঠকে মমতা বলেন, ‘বিজেপি ভুয়ো ভিডিও ছড়িয়ে অশান্তি তৈরির চেষ্টা চালাচ্ছে। কিছু গোদি মিডিয়া এবং বিজেপি ফেক ভিডিও দেখিয়ে অশান্তি সৃষ্টির চেষ্টা করছে। ফেক নিউজ ছড়ানো হচ্ছে। বিজেপির উসকানিতে পা দেবেন না। কেউ অশান্তি তৈরির চেষ্টা করলে কন্ট্রোল করুন।’
ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদকে সমর্থন জানিয়ে মমতা ব্যানার্জি বলেছেন,’আপনাদের সম্পত্তি যদি কেড়ে নিত তাহলে আপনাদের গায়ে জ্বালা ধরত । ওদের সম্পত্তি কেড়েছে তাই ওরা দুঃখে আছে । ওরা কোর্টেও চ্যালেঞ্জ করেছে। ওরা যাক প্রধানমন্ত্রীকে অনুরোধ করুক । ওরা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করুক । এর মধ্যেই যদি কেউ মাছ ধরতে নেমে দাঙ্গায় প্ররোচনা দেয়, দাঙ্গায় উস্কানি দেয়, সে যেই হোক, হিন্দু হোক মুসলমান হোক, আমার কাছে কিন্তু ক্ষমা পাবেনা ।
তিনি বলেন, কারণ বাংলার মাটিকে রক্তাক্ত করতে দেবো না ।’ মমতার কথায়,নরেন্দ্র মোদি পরিকল্পনা করে এই কাজ করেছে । তিনি পরিকল্পিতভাবে বিভেদের সৃষ্টি করেছেন । কিন্তু ভারতের একতাকে তিনি নষ্ট করতে পারবেন না । বাংলার মাটিতে আমি হিন্দু-মুসলিম করতে দেব না, তাতে আমাকে যত রক্ত দিতে হয় দেব ।
তিনি রাজ্যের হিন্দুদের কাছে আহ্বান জানান, এটা বিজেপির সরকার আপনাদের উসকে দিচ্ছে৷ কিন্তু আপনারা প্ররোচিত হবেন না৷’
এদিকে কলকাতা পুরসভার কাউন্সিলর বিজেপি নেতা সজল ঘোষ একটা ভিডিও পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে । যেখানে দেশকে কি অল্প বয়সী যুবকদেরকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ঢুকছে দেখা গেছে । তিনি কটাক্ষ করে লিখেছেন, ‘মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে বাংলার সমস্ত প্রান্ত থেকে হাজার হাজার ইমাম,মোয়াজ্জেম ও ইসলামিক বুদ্ধিজীবীর লম্বা লাইন নেতাজি ইনডোর স্টেডিয়ামের গেটে l আসলে এরা ভাষণ শোনার লোক নয় গো দিদি,এদের দিয়ে মুর্শিদাবাদ,মালদায় যা করাচ্ছো সেগুলো করাও,দেখবে একদম এরা ফাটিয়ে তোমার হয়ে করবে ।’।