এইদিন ওয়েবডেস্ক,মুর্শিদাবাদ,১৬ এপ্রিল : ফের সাম্প্রদায়িক হিংসা কবলিত মুর্শিদাবাদের ধুলিয়ানে একটি দোকানে আগুন লাগানোর খবর পাওয়া গেছে । এবারে তৃণমূল পরিচালিত ধুলিয়ান পুরসভার উপ পুরপ্রধান সুমিত সাহার দাদা প্রবীর সাহার প্রসাধনী সামগ্রীর দোকানে আজ বুধবার সকালে কেউ বা কারা আগুন লাগিয়ে দেয়। ঘটনাস্থল থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে তার বাড়ি। আজ বুধবার সকালে খবর পেয়ে এসে তিনি দেখেন আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেছে দোকানের যাবতীয় সামগ্রী । কেন্দ্রীয় বাহিনীর টহল এবং পুলিশের নজরদারির মাঝেই কিভাবে একটা দোকান আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হল তা নিয়ে উঠছে প্রশ্ন। এদিকে আজ রাজ্য জুড়ে ‘হিন্দু শহীদ দিবস’ পালন করছে বিজেপি ।
জানা গেছে,আজ বুধবার ভোরে প্রবীর সাহার প্রসাধনী সামগ্রীর দোকান থেকে ধোঁয়া দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তাঁরাই ছুটে এসে আগুন নেভানোর কাজে হাত লাগান, খবর দেওয়া হয় দোকানের মালিক অর্থাৎ ধুলিয়ান পুরসভার ভাইস চেয়ারম্যান সুমিত সাহার দাদাকে৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শর্ট-সার্কিট বা অন্য কোনও কারণে এই আগুন নয়, দোকানের গেট দিয়েই আগুন লাগিয়ে দেওয়া হয়। দোকানে বডি স্প্রের মত দাহ্য বস্তু থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এবং গোটা দোকানকে গ্রাস করে আগুনের লেলিহান শিখা ।
এদিকে আজ মুর্শিদাবাদের জঙ্গিপুরের সাম্প্রদায়িক হিংসার ঘটনায় রাজ্য জুড়ে ‘হিন্দু শহীদ দিবস’ পালন করছে বিজেপি । বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন,’রাজ্যের সকল বিজেপি কার্যকর্তা এবং হিন্দু সংগঠনের কাছে আবেদন আগামীকাল মুর্শিদাবাদের সামসেরগঞ্জ জাফরাবাদে জেহাদিদের আক্রমণে শহীদ দুই হিন্দু হরগোবিন্দ দাস ও চন্দন দাসের হত্যার প্রতিবাদে আগামীকাল, অর্থাৎ ১৬ ই এপ্রিল ২০২৫ তারিখে নিজের এলাকায়, পাড়ায়, ব্লকে, সমগ্র রাজ্য জুড়ে হিন্দু শহীদ দিবস পালন করুন। একটি শহীদ বেদী স্থাপন করে কালো ব্যাচ পরিধান করে শহীদ বেদীর সম্মুখে মোমবাতি বা প্রদীপ জ্বালান। শহীদ দুই হিন্দু ভাইয়ের স্মৃতির উদ্দেশ্যে নিরবতা পালন করে আপামর হিন্দু একত্রিত হয়ে অপদার্থ পুলিশমন্ত্রীর পদত্যাগের দাবীতে সমস্বরে আওয়াজ তুলুন। মনে রাখবেন এই তোষণকারী হিন্দুবিরোধী সরকারের বিরুদ্ধে হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আর দ্বিতীয় বিকল্প কোনো পথ নেই।’
অগ্নিমিত্রা পাল আহ্বান জানিয়েছেন,’মুর্শিদাবাদের সামশেরগঞ্জে জাফরাবাদে জেহাদিদের আক্রমণে শহিদ দুই হিন্দু হরগোবিন্দ দাস ও চন্দন দাসের হত্যার প্রতিবাদে আজ রাজ্যের সর্বত্র হিন্দু শহিদ দিবস পালন করুন।’।