এইদিন ওয়েবডেস্ক,তেহেরান,১৬ এপ্রিল : খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হওয়ায় মুসলিম তরুনীকে জেলে পাঠিয়েছে ইরান সরকার । ইরানি নিরাপত্তা বাহিনীর হাতে গ্রেপ্তারের পর থেকে তিন মাস ধরে জেলে রাখা হয়েছে ধর্মান্তরিত খ্রিস্টান পারভিন গাদিয়ানি। তিনি বর্তমানে কারাজের ইরানের কাচৌয়েই কারাগারে বন্দী রয়েছেন, তার আইনি অবস্থা এখনও অমীমাংসিত। এইচআরএএনএ মানবাধিকার কর্মীদের ওয়েবসাইটে বলা হয়েছে যে গাদিয়ানিকে ২০২৪ সালের জানুয়ারিতে গ্রেপ্তার করা হয়েছিল। কারাজের একটি নিরাপত্তা আটক কেন্দ্রে জিজ্ঞাসাবাদের পর, তাকে কাচৌয়েই কারাগারে স্থানান্তর করা হয়।
তার মামলার সাথে পরিচিত একটি সূত্র এইচআরএএনএ কে জানিয়েছে যে কর্তৃপক্ষ তাকে আটকের কারণ হিসেবে “খ্রিস্টধর্মে ধর্মান্তরিতকরণ” উল্লেখ করেছে। যদিও ইরানে খ্রিস্টধর্মকে আনুষ্ঠানিকভাবে সংখ্যালঘু ধর্ম হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, তবুও নিরাপত্তা সংস্থাগুলি ইসলাম থেকে খ্রিস্টধর্মে ধর্মান্তরিত করাকে একটি গুরুতর অপরাধ বলে মনে করে ।।