এইদিন ওয়েবডেস্ক,নয়া দিল্লি,০৮ আগস্ট : সোমবার কিষাণ সম্মান নিধি (PM-KISAN) যোজনার পরবর্তী কিস্তির ২০০০ টাকা সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । বুধবার দুপুর সাড়ে ১২ টা নাগাদ ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে তার সূচনা করবেন বলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৯ কোটি ৭৫ লক্ষের অধিক কৃষক পরিবারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ২০০০ টাকা করে জমা করে দেওয়া হবে । যার মোট মূল্য ১৯,৫০০ কোটি টাকার অধিক । পাশাপাশি প্রধানমন্ত্রী মোদি কৃষকদের সাথে কথা বলার পর জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বলে জানানো হয়েছে ।
২০১৮ সালে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প চালু করেছে কেন্দ্র সরকার । এই প্রকল্পের আওতায় কৃষকদের বছরে তিনটি কিস্তিতে মোট ৬ হাজার টাকা করে সাহায্য দেওয়া হচ্ছে । ইতিমধ্যে ১.৩৮ লক্ষ কোটি টাকা কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হয়েছে ।।