এইদিন ওয়েবডেস্ক,ইয়েমেন,১৪ এপ্রিল : ইয়েমেনের সানা প্রদেশে আমেরিকার বিমান হামলায় ছয়জন হুথি সন্ত্রাসী খতম হয়েছে। আহত হয়েছেন আরও ১২ জন সন্ত্রাসী । গত রবিবার এই হামলা চালানো হয়। হুতি নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম আল মাসিরাহ জানিয়েছে,রবিবার উত্তর ইয়েমেনের খাবের আল-ইয়াতমাহ এলাকা এবং আল-জাওফ গভর্নরেটের আল-শাফ জেলাতেও অভিযান চালায় আমেরিকান সেনারা।
এদিকে হুতিদের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে দাবি করা হয়, হাজ্জাহ গভর্নরেটের আকাশসীমায় একটি মার্কিন ড্রোন ভূপাতিত করা হয়েছে। আমেরিকা এখনও পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে ইয়েমেনের সন্ত্রাসী গোষ্ঠী হুতি নিয়ন্ত্রিত এলাকায় প্রায় প্রতিদিনই মারাত্মক হামলা চালানো হচ্ছে। এ জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করছে সন্ত্রাসী গোষ্ঠীটি। গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুটে জাহাজ চলাচলে বাধা দেওয়ায় ওয়াশিংটন গত ১৫ মার্চ থেকে হুতিদের বিরুদ্ধে বিমান হামলা শুরু করে। শুক্রবার রাতে ইয়েমেনের সানা, হোদেইদাহ এবং আবর প্রদেশে হুথিদের ঠিকানায় কমপক্ষে ২৯টি বিমান হামলা চালিয়েছে মার্কিন সেনাবাহিনী। মার্কিন সামরিক হামলায় আল-সাদাতে হুথি কমান্ডার হুসেইন আল-খাতিব নিকেশ হয়েছে ।
২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর হুতিরা লোহিত সাগর এবং এডেন উপসাগরে চলাচলকারী ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজগুলোতে হামলা শুরু করে। গত জানুয়ারিতে ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হলে এ হামলা থেকে বিরত থাকে হুতিরা। মার্চ মাসের শুরুতে ইসরায়েল গাজায় সমস্ত সরবরাহ বন্ধ করে দেয় এবং ১৮ মার্চ ফিলিস্তিনি ভূখণ্ডে পুনরায় আক্রমণ শুরু করে। এর ফলে স্বল্পস্থায়ী যুদ্ধবিরতির অবসান ঘটে। তারপর থেকে হুতিরা ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে ফের মার্কিন সামরিক জাহাজ এবং ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে লক্ষ্য করে হামলা শুরু করে।।

