সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটা গান ব্যাপক ভাইরাল হয়েছে ৷ গানের কথা মূলত এরাজ্যের প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে । গানটি গেয়েছেন উত্তরবঙ্গের প্রখ্যাত রাজবংশী শিল্পী মনীন্দ্র বর্মন । গানের লিরিক নিচে তুলে ধরা হল :
কয়লা চুরি বালি চুরি সারদা নারদায় চুরি
চুরির নাই তো শেষ,
এবারে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে
জমছে মজা বেশ ।
ও পিসি,যা ইচ্ছে তাই করছ চুরি
রাজ্যটা তোর বাপের নাকি ?
দুর্নীতিবাজ ভ্রস্টাচারী ভন্ডামিতে এক নম্বরি।
ওরে হাজার হাজার চাকরি চুরি
লজ্জাহীনা চোরের রানী,
দুর্নীতিবাজ ভ্রস্টাচারী ভন্ডামিতে এক নম্বরি ।
২৬ হাজার ছেলে মেয়ের চোখের জলের দাম
দিতে হবে পিসিরে তোকে ২৬ আগমন ।
ও তোর মন্ত্রিসভা পাপেরপুরি
সেই পুরীর তুই অধিষ্ঠাত্রী,
দুর্নীতিবাজ ভ্রস্টাচারী ভন্ডামিতে এক নম্বরি ।
ও পিসি,যা ইচ্ছে তাই করছ চুরি….
শুনুন গানটি 👇
লোকগীতির সুরে গাওয়া এই গানটি ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে । প্রসঙ্গত, মনীন্দ্র বর্মন উত্তরবঙ্গের একজন প্রখ্যাত শিল্পী । মূলত সামাজিক অবক্ষয় নিয়ে তার গাওয়া গানগুলি শ্রোতারা খুব পছন্দ করে । এর আগে জিও রিচার্জের মূল্য বৃদ্ধি নিয়ে গাওয়া তার গান “ও কাকা আম্বানি” গানটি ভাইরাল হয়েছিল । এছাড়া অশালীন রিলস ভিডিও বানানোর প্রতিবাদেও গান গেয়েছিলেন তিনি । তার “বৌদি হামার রিল বানাইছে” গানটি ব্যাপক জনপ্রিয় হয় । পশ্চিমবঙ্গ ছাড়াও ত্রিপুরা ও আসামে তার বহু গুনমুগ্ধ ভক্ত আছে ।।
“Corrupt, corrupt, number one in hypocrisy”: North Bengal artist Manindra Barman goes viral for singing about the state’s institutional theft.