এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১২ এপ্রিল : বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আবেদনে সাড়া দিয়ে সাম্প্রদায়িক হিংসা কবলিত মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আজ শনিবার ছুটির দিন হওয়া সত্ত্বেও বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি রাজা বসু চৌধুরীর ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে । শান্তিরক্ষায় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী একসঙ্গে কাজ করবে বলে জানানো হয়েছে। তবে এত হিংসার পরেও রাজ্যের তরফে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের বিরোধিতা করা হয় । যদিও ডিভিশন বেঞ্চ রাজ্য সরকার ও রাজ্য পুলিশের উপর ভরসা রাখতে পারেনি ।
এদিকে মুর্শিদাবাদের হিংসার বেশ কয়েকটি ভিডিও ফুটেজ এক্স-এ পোস্ট করে মমতা ব্যানার্জিকে ট্যাগ করে তীব্র আক্রমণ করে তার পদত্যাগের দাবি জানিয়েছেন । তিনি লিখেছেন,’নূন্যতম লজ্জা থাকলে পদত্যাগ করুন। রাজ্যে অরাজকতার আগুন জ্বেলে দিয়ে রাজনীতির রুটি সেঁকছেন আপনি।’ তিনি লিখেছেন, ‘উস্কানি আপনি দিয়েছেন তাই দায় আপনার, এখন পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে দেখে বিপাকে পড়ে আবেদন জানাচ্ছেন। তবে শুনে রাখুন, আপনার সৃষ্টি করা এই ধ্বংসকারী উন্মাদরা পরিষ্কার জানিয়ে দিয়েছে যে, ওরা আপনার ওপর নির্ভরশীল নয় বরং আপনি ওদের ওপর নির্ভরশীল, তাই ওদের বয়ে গেছে আপনার আবেদন শুনতে।’
তিনি আরও লিখেছেন,’আর একটা বিষয় জেনে রাখুন আপনার ছাপ্পা মেরে জেতা বিধায়ক সাংসদদের হাতে কোনো নিয়ন্ত্রণ নেই, গোটা মুর্শিদাবাদ ও মালদার মৌলবাদী গোষ্ঠীর নিয়ন্ত্রণ এখন সিমি ও আনসারুল বাংলা টিমের মতো জঙ্গি সংগঠনের হাতে।’।

