এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১২ এপ্রিল : ওয়াকফ সংশোধনী আইন প্রতাহারের দাবিতে বিক্ষোভ ক্রমশ সাম্প্রদায়িক হিংসায় পরিনত হচ্ছে মুর্শিদাবাদের সংখ্যালঘু হিন্দুরা । দোকানপাট, ঘরবাড়ি, মন্দির ভাঙচুর ও লুটপাট হয়েছে বলে অভিযোগ । সেই সাথে এক হিন্দু পরিবারের বাবা ও ছেলেকে গলা কেটে খুন করা হয়েছে বলে জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তিনি মুর্শিদাবাদের বর্তমান অবস্থাকে “ভয়াবহ” বলে বর্ণনা করেছেন ।
এদিকে হিংসার ঘটনার ২৪ ঘন্টা অতিবাহিত হয়ে যাওয়ার পর আজ শনিবার প্রতিক্রিয়া জানিয়েছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী ও পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি । আজ দুপুর ২:৫২ নাগাদ তিনি এক্সে একটা পোস্টে ‘সকল ধর্মের সকল মানুষের কাছে একান্ত আবেদন’ জানিয়ে লিখেছেন,’এরাজ্যে ওয়াকফ লাগু হবে না, আপনারা শান্ত হন’৷ তার চাই পোস্ট কলকাতা এবং রাজ্য পুলিশের সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা হয়েছে ।
মমতা ব্যানার্জি লিখেছেন,সবার কাছে আবেদন,সব ধর্মের সকল মানুষের কাছে আমার একান্ত আবেদন, আপনারা দয়া করে শান্ত থাকুন, সংযত থাকুন। ধর্মের নামে কোনো অ-ধার্মিক আচরণ করবেন না। প্রত্যেক মানুষের প্রাণই মূল্যবান, রাজনীতির স্বার্থে দাঙ্গা লাগাবেন না। দাঙ্গা যারা করছেন তারা সমাজের ক্ষতি করছেন। মনে রাখবেন, যে আইনের বিরুদ্ধে অনেকে উত্তেজিত, সেই আইনটি কিন্তু আমরা করিনি। আইনটি কেন্দ্রীয় সরকার করেছে। তাই উত্তর যা চাওয়ার কেন্দ্রীয় সরকারের কাছে চাইতে হবে। আমরা এ বিষয়ে আমাদের বক্তব্য সুস্পষ্টভাবে বলেছি – আমরা এই আইনকে সমর্থন করিনা। এই আইন আমাদের রাজ্যে লাগুও হবে না। তাহলে দাঙ্গা কিসের?’
তিনি আরো লিখেছেন,’আরো মনে রাখবেন, দাঙ্গায় যারা উস্কানি দিচ্ছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা আমরা নেবো। কোনো হিংসাত্মক কার্যকলাপকে আমরা প্রশ্রয় দিই না।কিছু রাজনৈতিক দল ধর্মকে অপব্যবহার করে রাজনৈতিক সুবিধা নিতে চাইছেন। তাদের প্ররোচনায় পা দেবেন না। আমি মনে করি, ধর্ম মানে মানবিকতা, সহৃদয়তা, সভ্যতা ও সম্প্রীতি। সকলে শান্তি ও সম্প্রীতি বজায় রাখুন – এই আমার আবেদন।’।

