এইদিন বিনোদন ডেস্ক,১২ এপ্রিল : অভিনেত্রী তনুজা এবং চলচ্চিত্র নির্মাতা সোমু মুখোপাধ্যায়ের মেয়ে কাজল অভিনয় জগতে পা রাখার শুরু থেকেই নামের পাশ থেকে পদবি সরিয়ে দিয়েছিলেন। বিয়ের পরও স্বামীর পদবি ব্যবহার করেননি ভারতের বলিউডের এই নায়িকা। অথচ একই পরিবারের আর এক মেয়ে বলিউড নায়িকা রানি মুখার্জির এই ব্যাপারে আপত্তি দেখা যায়নি। কিন্তু পদবি ব্যবহারে কাজলের অনীহা ঠিক কোথায় সে কথা অভিনেত্রী খোলাসা করেছেন।
একটি অনুষ্ঠানে কাজল বলেছেন, সিনেমায় আসার আগে তনুজা জানতে চেয়েছিলেন, কাজল তার পদবি ব্যবহার করতে চান কী না। পারিবারিক পরিচিতি জোরে দর্শক মনে জায়গা করতে চাননি এই অভিনেত্রী। কাজল বলেন, ‘আসলে এটা আমার সচেতন সিদ্ধান্ত ছিল। মা বলেছিলেন পিতৃকূল ও মাতৃকূল দুই দিকেই আমার পারিবারিক পরিচিতি জোরালো। সেটা ব্যবহার করতে চাই কি না! আমি অস্বীকার করি।’ কাজল কি ভেবেছিলেন সাংবাদিক তা জানতে চাইলে বলেন,’নিজের পরিচয়ে বাঁচতে চেয়েছিলাম। অহেতুক পদবির বোঝা নিতে চাইনি। চেয়েছিলাম আমাকে দর্শক কেবল দর্শক হিসেবে চিনুন।’
কাজলের ঠাকুরদা শশরধর মুখার্জি ছিলেন সিনেমার পরিচালক। এছাড়া ঠাকুমা শোভনা সমর্থ ছিলেন অভিনেত্রী এবং দাদু কুমারসেন সমর্থ ছিলেন সিনেমার পরিচালক। তবে কাজলের মাও তনুজাও নামের সঙ্গে মুখার্জি পদবি যোগ করেননি।
১৯৯২ সালে ‘বেখুদি’ সিনেমা দিয়ে চলচ্চিত্র জগতে পা রাখেন কাজল। প্রথম সিনেমা হিট না হলেও কাজলের অভিনয় প্রশংসা পেয়েছিল। এরপর অভিনয় দিয়েই বলিউডে স্থান পাকা করে নেন এই অভিনেত্রী। ১৯৯৩ সালে শাহরুখ খানের বিপরীতে কাজলের ‘বাজিগর’ সুপারহিট হয়। এই অভিনেত্রীর ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ভারতের সবচেয়ে ব্যবসায়িকভাবে সফল সিনেমার একটি। কাজল এরপর ‘গুপ্ত’,‘পেয়ার কিয়া তো ডরনা কেয়া’,‘পেয়ার তো হোনাহি থা’, ‘দুশমন’,‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘হাম আপকে দিলমে রেহেতে হে’,‘কাভি খুশি কাভি গাম’,‘ফানা’র এর মতো একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন।নব্বইয়ের দশকে একের পর এক ‘হিট’ সিনেমা করে কাজল যখন জনপ্রিয়তার ‘তুঙ্গে’ তখন ১৯৯৯ সালে বিয়ের সিদ্ধান্ত নেন। বিয়ে করেন সে সময়ের নায়ক অজয় দেবগণকে। সবশেষ ‘সালাম ভেঙ্কি’ সিনেমায় মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন তনুজা কন্যা। আর তার আগে ‘তানহাজি’ এবং ‘দ্য আনসাং ওয়ারিয়’ সিনেমায় দেখা গেছে কাজলকে।
ইদানিং ওটিটিতে কাজল নিজের ব্যস্ততা বাড়িয়েছেন। এর মধ্যে ‘দ্য রোমান্টিকস’, ‘লাস্ট স্টোরিজ ২’, ‘দ্য ট্রায়াল’ সিরিজে কাজল অভিনয় করেছেন। আগামীতে করণ জোহরের ‘সারজামিন’ সিনেমায় পাওয়া যাবে কাজলকে। এই সিনেমা দিয়ে চলচ্চিত্রে অভিষেক হচ্ছে সাইফপুত্র ইব্রাহীম আলী খানের।।