এইদিন ওয়েবডেস্ক,মালদা,১১ এপ্রিল : আদালতের অনুমতি নিয়ে আজ সাম্প্রদায়িক হিংসা কবলিত মালদা জেলার মোথাবাড়ি গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । আক্রান্ত ব্যক্তিরা শুভেন্দু অধিকারীকে কাছে পেয়ে তাদের উপর ঘটে যাওয়া বর্বরোচিত হামলার ঘটনা খুলে বলেন । একজন তো কান্নায় ভেঙে পড়েন । ওই ব্যক্তি তার পায়ের ক্ষত শুভেন্দু অধিকারীকে দেখান৷ শুভেন্দু তাকে জড়িয়ে ধরে সাংবাদিকদের ক্যামেরার মুখোমুখি হয়ে মমতা ব্যানার্জির উদ্দেশ্যে বলেন, ‘মুখ্যমন্ত্রী দেখুন আপনার বাংলার হিন্দুরা কেমন আছে’৷
আজ শুক্রবার মোথাবাড়িতে পৌঁছে আক্রান্ত হিন্দু পরিবারগুলির সঙ্গে কথা বলেন শুভেন্দু অধিকারী । পূর্ব ঘোষণা অনুযায়ী তালিকা ধরে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে তুলে দেন আর্থিক সাহায্য । শুভেন্দু অধিকারী সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন,’মহামান্য আদালতের নির্দেশ মেনে আজ মালদার মোথাবাড়িতে চৌরঙ্গী, পাল পাড়া, হালদার পাড়া সহ অন্যান্য এলাকা পরিদর্শন করলাম। জেহাদিদের হাতে আক্রান্ত হিন্দু পরিবারগুলির সাথে সাক্ষাৎ করে প্রত্যেকের সাথে কথা বললাম। মোথাবাড়ি তে ভয়ঙ্কর অত্যাচার হয়েছে, প্রায় ৮৬ টি পরিবার আক্রান্ত হয়েছে, মা বোনেরা আক্রান্ত হয়েছেন, কারোও হাত ভেঙ্গে দেওয়া হয়েছে, কারোও পা, দোকান, বাড়ি লুটপাট করা হয়েছে। ক্ষতিগ্রস্থদের হাতে কিছু আর্থিক সাহায্য তুলে দিয়ে সর্বোতভাবে সকলের পাশে থাকার আশ্বাস দিয়েছি।’ পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন,’ডালখোলা, রিষড়া, শিবপুর ঠান্ডা করে দিয়েছি। মোথাবাড়িতে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার দায়িত্ব আমার।’ এদিন শুভেন্দু অধিকারী মোথাবাড়িতে যাওয়ার সাথে সাথেই ওঠে ‘জয় শ্রীরাম’ এবং ‘আমার বাড়ি তোমার বাড়ি মোথাবাড়ি’ শ্লোগান ।।