এইদিন ওয়েবডেস্ক,মালদা,১১ এপ্রিল : ‘যে হিন্দু সম্প্রীতির কথা বলবে তার রক্তের দোষ আছে,সে ওপার বাংলা থেকে মায়ের গর্ভে এসেছে’- ঠিক এই ভাষাতেই কিছু রাজনৈতিক দল এবং ব্যক্তিদের ধর্মনিরপেক্ষতার নামে ভন্ডামীর মুখোশ খুলে দিয়ে আক্রমণ শানালেন বিজেপির বর্ষীয়ান নেতা দিলীপ ঘোষ । দলের সংগঠনকে মজবুত করতে বর্তমানে গোটা রাজ্য জুড়ে ঘুরে বেড়াচ্ছেন দিলীপবাবু । বৃহস্পতিবার তিনি মালদা জেলার মহাদীপুর গ্রাম পঞ্চায়েতের পিঁয়াজবাড়ি এলাকায় সভা করেছেন । সেখানেই তিনি নিজের ভাষণে তথাকথিত ধর্মনিরপেক্ষতাবাদীদের চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন তিনি ৷
দিলীপ ঘোষ বলেন, ‘হিন্দু সম্প্রতির কোনো কোন ঠেকা নেয়নি । যে ব্যাটা ঠেকা নিতে যাবে তার রক্তের দোষ আছে। যে হিন্দু সম্প্রীতির কথা বলবে তার রক্তের দোষ আছে। সে ওপার বাংলা থেকে মায়ের গর্ভে এসেছে । কেউ যদি প্রকৃত হিন্দুর বাচ্চা হয় তাহলে সে সম্প্রীতির কথা মুখে নেবে না।’ তিনি বলেন,’হিন্দুর কোনো দায় নেই ধর্মনিরপেক্ষ হওয়ার । হিন্দুদের কোন দায় নেই সম্প্রীতি রক্ষা করার । আমরা সম্প্রীতি রক্ষা করতে করতে আমাদের দেশের দু’তিন খণ্ড হয়ে গেছে… পাকিস্তান হয়ে গেল৷ আমাদের দেবদেবীদের সম্মান ও মন্দির গেল । মা-বোনেদের ইজ্জত গেল । চৌদ্দ পুরুষের ভিটামাটি ছেড়ে ওপার বাংলা থেকে এসেছি । কত সম্প্রীতি করবেন ?’ তৃণমূলকে নিশানা করে তিনি বলেন,’এই চোরগুলো, এই বাটপার গুলো, এই ধান্দাবাজ গুলো আপনাদের সম্প্রীতির টুপি পরিয়ে পরিয়ে মা বোনেদের সম্ভ্রম নষ্ট করিয়েছে ।’
তৃণমূলের রামনবমীর মিছিলে মুসলিমদের জল বিতরণের প্রসঙ্গ তুলে দিলীপ ঘোষ বলেন, ‘কিছু আহাম্মক বলেছে কোন টুপি পরা লোক নাকি জল খাইয়েছে … সম্প্রীতি । রামনবমী কোন সম্প্রীতির উৎসব নয়। কান খুলে শুনে রাখুন । এটা হিন্দুর উৎসব । রাম আমাদের রাষ্ট্রপুরুষ ও পূর্বপুরুষ, তার জন্মভূমি করব, কেউ অপবিত্র করবেন না । যদি বলতে হয় বলুন ঈদ হচ্ছে সম্প্রীতির উৎসব । বলুন মহরম হচ্ছে সম্প্রীতির উৎসব । বলুন ক্রিসমাস হচ্ছে সম্প্রীতির উৎসব ।’
দিলীপ ঘোষ বলেন,’কিসের সম্প্রীতি ? গান্ধীজি সারা জীবন সম্প্রীতি করেছেন । কিন্তু কি হলো ? কোথায় গান্ধীজি ? কেন তিনটে দেশ হল ? একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান /মুসলিম তার নয়ন মনি হিন্দু তাহার প্রাণ… তাহলে কেন ভারত পাকিস্তান ? হে আহাম্মক, কেন পাকিস্তান ? কেন মালদা মুর্শিদাবাদে হামাসের পতাকা উড়ছে ? কেন উত্তর দেবে না কেউ ? কি করে হিম্মত হয় মমতা ব্যানার্জি ? আপনার সম্প্রীতি আপনার বাড়িতে রাখুন । আপনার সম্প্রীতি আপনার শাড়ির আঁচলে রাখুন । সম্প্রীতি নিয়ে আমাদের আহাম্মক বানাবেন না। অনেক আহাম্মক বানিয়েছেন । কিছু হিন্দু আছে যারা পেটের জন্য ছুটে যায় ওখানে । এদের সমাজ থেকে আলাদা করুন । এরা হিন্দুর বাচ্চাই নয় । এদের রক্তের দোষ আছে।’
সব শেষে দিলীপ ঘোষ বলেন, এর পরের রামনবমীতে কোন হিন্দু বিরোধী বা কোন সম্প্রীতিবাদী বা কোন সেকুলার যদি আপনার রামনবমীর মিছিলে আসে ওটা অপবিত্র হবে । তাকে গঙ্গাজল দিয়ে ধুয়ে কালো ষাঁড়ের মূত্র খাইয়ে তবেই হাটাবেন । অনেক সম্প্রীতি শুনেছি এবার নেই নোংরামি বন্ধ করুন। আপনার বাড়িতে রাখুন । হিন্দু কোন ঠেকা নেয়নি সম্প্রীতির । সম্প্রীতি ফমপ্রীতি বলে আমাদের ধর্মকে অপবিত্র করবেন না । আমি আগেও বলেছি মুসলমানকে মুসলমান থাকতে দিন । হিন্দুদের হিন্দুদের মত থাকতে দিন । ভারতকে ভারত থাকতে দিন । ন্যাকামি নোংরামি করে আমাদেরকে আর বিভ্রান্ত করবেন না ।’।
দিলীপ ঘোষের বক্তব্য শুনুন 👇
‘

