এইদিন ওয়েবডেস্ক,নদীয়া,১১ এপ্রিল : নবম শ্রেণীর ছাত্রের সঙ্গে ষষ্ঠ শ্রেণির ছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল । এতদিন পরিবারের লোকজনের নজরের আড়ালেই নাবালক প্রেমী যুগলের প্রেম পর্ব চলছিল । কিন্তু সম্প্রতি বিষয়টি জানতে পেরে যায় উভয়ের পরিবার । সেই আতঙ্কে বিষ পান করে ওই ছাত্রীটি ৷ সেই খবর পেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলো নবম শ্রেণীর ছাত্র । মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে নদীয়ার হাঁসখালির বগুলা এলাকায় ।
জানা গেছে, বগুলা গ্রামে বাড়ি ওই কিশোর-কিশোরীর । দুজনের মধ্যে বেশ কিছুদিন ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে । দুজনাই অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের ঘনিষ্ঠতাকে বিশেষ গুরুত্ব দেয়নি দুই পরিবার । কিন্তু দিন কয়েক আগে কিশোর কিশোরীর প্রেমের কথা জানতে পারে তাদের পরিবারের লোকজন । ফলে ভীত সন্ত্রস্ত হয়ে বৃহস্পতিবার সকালে ঘুম থেকে ওঠার পর কিশোরী বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করে । বিষয়টি বুঝতে পেরে পরিবারের লোকজন মেয়েটিকে বগুলা গ্রামীন হাসপাতালে নিয়ে যায়৷ কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করে দেওয়া হয় ৷ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন এই মেয়েটি ।
জানা গেছে, প্রেমিকার বিষপানের খবর কিশোর প্রেমিকের কানে যায় । প্রেমিকার মৃত্যু হয়েছে জেনে ধরে নিয়েই সে আত্মহত্যার সিদ্ধান্ত নেয় । তারপর সে নিজের শোবার ঘরে সিলিং ফ্যানের সঙ্গে দড়ি বেঁধে গলায় ফাঁস লাগায় । পরিবারের লোকজন দেখতে পেয়ে দড়ি কেটে তাকে নামিয়ে তড়িঘড়ি বগুলা গ্রামীন হাসপাতালে নিয়ে যায় । কিন্তু শেষ রক্ষা হয়নি । পরে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠায় । বৃহস্পতিবার সন্ধ্যায় কিশোরের মৃতদেহের শেষকৃত্য সম্পন্ন হয় গ্রামের শ্মশানে । এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায় ।।