এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১১ এপ্রিল : কসবায় ডিআই অফিসে পুলিশের ‘লাঠিচার্জ’ ও শিক্ষকের পেটে লাথি মারার ঘটনায় কাঠগড়ায় রাজ্য পুলিশ । তার সাফাই দিতে কলকাতা পুলিশ বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলের আশ্রয় নেয় । পুলিশের তরফে একটি ভিডিও পোস্ট করে লেখা হয়, এক প্রতিবাদকারী বলতে শোনা যাচ্ছে ‘পেট্রল দিয়ে জায়গাটা জ্বালিয়ে দাও’। পুলিশের দাবি,’এই ধরনের অবিরত আগ্রাসী আচরণের মুখোমুখি হয়ে, কলকাতা পুলিশ আত্মরক্ষার্থে সামান্য বলপ্রয়োগ করতে এবং উচ্ছৃঙ্খল ভিড় ছত্রভঙ্গ করতে বাধ্য হয়।’
এদিকে “পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেবো” হুমকি দেওয়া ব্যক্তির পরিচয় ফাঁস করে দিয়ে তোলপাড় ফেলে দিয়েছেন রাজ্য বিজেপির যুবনেতা ও কলকাতা হাইকোর্টের আইনজীবী তরুনজ্যোতি তিওয়ারি । তিনি হুমকি দেওয়া ওই ব্যক্তির বক্তব্যের ফুটেজের সঙ্গে তার ফেসবুক প্রোফাইলের স্ক্রিনশট শেয়ার করেছেন । সেই অনুযায়ী ওই ব্যক্তির নাম “প্রতাপ রায় চৌধুরী” । প্রোফাইলে ‘জয় বাংলা’ও লেখা আছে । চাকরিহারা শিক্ষকদের আন্দোলনে যোগ দেওয়া প্রতাপ রায় চৌধুরীকে সাংবাদিকদের ক্যামেরার সামনে কার্যত রাজনৈতিক বক্তব্য দিতে শোনা গেছে । তরুণজ্যোতি তিওয়ারি শেয়ার করা ভিডিওতে ওই ব্যক্তিকে বলতে শোনা গেছে, ‘আমাদেরকে বলি দিয়ে আমাদের লাশের উপর দিয়ে এই রাজ্যের পালা বদল চাইছে আবার৷ প্রায় তিনটে টার্মে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে৷ তাদেরকে সরিয়ে একটা নতুন রাজনৈতিক দল ক্ষমতা পেতে চাইছে৷ তারপর এনআরসি করব, সিএএ করব, মুসলিম ভাগাবো, নানা রকম ইস্যুর সামনে আসবে তারপর৷’
তরুণজ্যোতি তিওয়ারি লিখেছেন,’এটা করতাম না কিন্তু করতে বাধ্য হলাম। এই ছেলেটা তো তৃণমূলের। ২০২১ সালে তৃণমূল জেতার পর আনন্দ করছিল যখন আমাদের কর্মীরা খুন হচ্ছিল। চাকরি যাওয়ার পর তৃণমূলকে দোষ না দিয়ে বিরোধীদের দোষ খুঁজছিল।
শিক্ষকদের আন্দোলনে গিয়ে পেট্রল নিয়ে এসে জ্বালিয়ে দেওয়ার কথা বলল কেন? শিক্ষকদের আন্দোলন কে কলুষিত করার জন্য ? তৃণমূলের লোক তৃণমূলের কথা মত কাজ করেছে যাতে পুলিশ একটা অজুহাত পায়। আরজি কর আন্দোলন যেমন অতীবাম বাম এবং তৃণমূল মিলে মাটিতে মিশিয়ে দিয়েছিল শিক্ষক আন্দোলনের ক্ষেত্রেও একই কাজ করা হচ্ছে এবং একই রকম ভাবে। এই কাজ কেন করেছে তার উত্তর একমাত্র এই ছেলেটাই দিতে পারবে।’।