এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১০ এপ্রিল : নয়া ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে আজ বৃহস্পতিবার কলকাতার রামলীলা ময়দানে ‘মহাসমাবেশের’ ডাক দিয়ে জামায়েত উলেমা হিন্দ । সমাবেশের কারণে মৌলালি মোড়ে এবং হাওড়া যানচলাচল স্বব্ধ হয়ে যায় । এদিকে মিছিলে আটকে থাকা কলকাতার একটি রুটের একটি যাত্রীবাহী বাসে লাগানো গেরুয়া পতাকা পুলিশের উপস্থিতিতেই খুলে ফেলতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ উঠছে । বিজেপির সর্বভারতীয় আইটি ইনচার্জ অমিত মালব্য সেই ভিডিও নিজের এক্স হ্যান্ডেল শেয়ার করেছেন । কলকাতা পুলিশের এহেন আচরণে তিনি নিন্দায় সরব হয়েছেন।
ভিডিওতে দেখা গেছে,কলকাতার একটি রুটের বাস নয়া ওয়াকফ সংশোধনী বিলের বিরোধী মিছিলে আটকে আছে । মিছিলে অংশগ্রহণকারীদের হাতে ভারতের জাতীয় পতাকা ও ইসলামি পতাকাও দেখা গেছে । বাসটির চালকের কেবিনের দিকে কানে মোবাইল লাগিয়ে কলকাতা পুলিশের একজন আধিকারিককে দাঁড়িয়ে কথা বলতে থাকতে দেখা গেছে । পুলিশের উপস্থিতি এবং মুসলিম জনতার চিৎকারের মাঝে ভীত বাসচালককে শশব্যস্ত হয়ে সামনের দিকে ছাদের বাম্পারে লাগানো গেরুয়া পতাকা খুলে গুটিয়ে রেখে দিতে দেখা যায়৷
অমিত মালব্য লিখেছেন,’গেরুয়া কেবল একটি রঙ নয় – এটি অস্তিত্ব এবং প্রতিরোধ উভয়েরই প্রতিনিধিত্ব করে। স্বামী বিবেকানন্দ, স্বামী প্রণবানন্দ এবং মানবতার সেবায় তাদের জীবন উৎসর্গকারী অসংখ্য সাধু গর্বের সাথে এটি পরিধান করেছিলেন। আমাদের জাতীয় পতাকায় এটি সাহস এবং ত্যাগের প্রতীক। তবুও কলকাতায় একটি বিরক্তিকর ঘটনা প্রকাশ পেয়েছে। একজন বাস চালক, যিনি কেবল যাত্রী পরিবহনের কাজ করছিলেন, তাকে গেরুয়া পতাকা নামাতে বাধ্য করা হয়েছে বলে জানা গেছে – ইসলামপন্থীদের চাপে এবং পুলিশের উপস্থিতিতে। পশ্চিমবঙ্গে হিন্দু হওয়া কি অপরাধ হয়ে দাঁড়িয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়?’