এইদিন ওয়েবডেস্ক,দার্জিলিং,১০ এপ্রিল : দার্জিলিংয়ের একটি স্কুলের এক প্রতিবন্ধী ছাত্রীকে ধর্ষণে অভিযুক্ত স্কুলের স্পেশ্যাল এডুকেটর মহম্মদ হাসিমকে ৪০ বছরের কারাদণ্ডের সাজা দিয়েছে দার্জিলিংয়ের বিশেষ পকসো আদালত । রাজ্য পুলিশের সামাজিক যোগাযোগ মাধ্যমের অফিসিয়াল পেজে এই বিষয়ে লেখা হয়েছে, ‘স্পেশ্যাল এডুকেটর। অর্থাৎ বিশেষ শিক্ষা প্রদানকারী। যাঁদের দায়িত্বে থাকে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা। এমনই এক সম্পর্ক, যার কেন্দ্রে রয়েছে অসীম আস্থা, ভরসা। এ শুধু পেশা নয়, সেবাও। অথচ তারই মূলে আঘাত করেছিল ২৩ বছরের স্পেশ্যাল এডুকেটর মহম্মদ হাসিম। তারই কর্মক্ষেত্র স্থানীয় মন্টেসরি স্কুলের এক বিশেষ চাহিদাসম্পন্ন নাবালিকা ছাত্রীকে যৌন হেনস্থা করেছিল পরিস্থিতির সুযোগ নিয়ে। ক্ষমাহীন!’
এরপর লেখা হয়েছে,’ক্ষমা করেনওনি আদালত।সম্প্রতি এক নজিরবিহীন রায়ে হাসিমের ৪০ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন দার্জিলিংয়ের মাননীয় বিশেষ পকসো আদালত। গত বছরের ৭ জুন দার্জিলিং সদর মহিলা থানায় দায়ের হয় মামলা, তদন্তে ছিলেন থানার তৎকালীন ওসি, সাব-ইনসপেক্টর চুংকু ভুটিয়া। এক বছরেরও কম সময়ের মধ্যে অর্জিত এই সাফল্যের জন্য অভিনন্দন সাব-ইনসপেক্টর ভুটিয়া, অভিনন্দন দার্জিলিং পুলিশ। শিশুটির জন্য রইল শুভেচ্ছা ও আশীর্বাদ অফুরান। ভাল থাকুক, সুস্থ থাকুক।’।