এইদিন ওয়েবডেস্ক,বীরভূম,০৭ আগস্ট : সততার অনন্য নজির সৃষ্টি করলেন বীরভূম জেলার দুবরাজপুর পুরসভার ইসলামপুরের বোলতলা এলাকার এক চা বিক্রেতা সেখ রমজান । শনিবার তিনি এক বাইক আরোহীর ফেলে যাওয়া ২৫ হাজার ৭০০ টাকা ও জরুরি নথিপত্রসহ একটি ব্যাগ কুড়িয়ে সযত্নে তুলে রাখেন । পরে ওই ব্যাগের ভিতরে থাকা ফোন নম্বর ধরে ফোন করে ডেকে টাকাসহ সেই ব্যাগ তুলে দিলেন বাইক আরোহীর হাতে । সেখ রমজানের এই সততা দেখে উজ্জ্বল ঘোষ নামে ওই বাইক আরোহী কৃতজ্ঞতা বশত তাঁর হাতে কিছু টাকা তুলে দিতে যান । কিন্তু ওই টাকা নিতে অস্বীকার করেন ওই চা বিক্রেতা । সেখ রমজানের এই মানসিকতার প্রশংসা করেছেন এলাকাবাসী ।
জানা গেছে,সেখ রমজানের বাড়িতে রয়েছেন বাবা, মা,স্ত্রী ও সন্তান । হতদরিদ্র পরিবার ৷ ইসলামপুরের বোলতলা এলাকায় তাঁর একটি চায়ের দোকান রয়েছে । ওই চায়ের দোকানের উপার্জনেই কোনও রকমে সংসার চালান তিনি । রমজান বলেন, ‘এদিন সকাল ১১ টা নাগাদ এক মোটর সাইকেল চালক দুবরাজপুর বাজারের দিকে যাচ্ছিলেন । সেই সময় হঠাৎই বোলতলার কাছে তাঁর বাইক থেকে একটি ব্যাগ পড়ে যায় । নজর পড়তেই আমি ব্যাগটা কুড়িয়ে দোকানে রেখে দিই ।’
জানা গেছে,ব্যাগটি দোকানে রাখার পর আশপাশের কয়েকজন যুবককে ঘটনার কথা জানান ওই চা বিক্রেতা । তখন ওই যুবকরা ব্যাগটি খুলে দেখেন তার ভিতরে একটি বর্ষার পোশাক ও একটি মানি ব্যাগের মধ্যে ২৫ হাজার ৭০০ টাকা, একটি এটিএম কার্ড ছাড়াও বেশ কয়েকটি আধার কার্ড, ভোটার কার্ড প্রভৃতি নথিপত্র রয়েছে ।
স্থানীয় বাসিন্দা সেখ মাসুম বলেন, ‘রমজান লেখাপড়া জানে না । তাই কিছু পড়তে পারবে না বলে ব্যাগ পেতেই আমাদের ডেকে বিষয়টি জানায় । তারপর আমরা কয়েকজন এসে ব্যাগ খুলে টাকা পয়সা ও একাধিক পরিচয়পত্র দেখতে পাই । তখন জানতে পারি ওই ব্যক্তির নাম উজ্জ্বল ঘোষ । তাঁর বাড়ি ঝাড়খণ্ডের বেলসরিয়া গ্রামে ।’ পাশাপাশি তিনি জানান ব্যাগেতেই ওই ব্যক্তির মোবাইল নম্বর লেখা ছিল । ওই নম্বরে ফোন করে তাঁকে ডেকে টাকাসহ ব্যাগটি তুলে দেওয়া হয় ।
উজ্জ্বল ঘোষ বলেন, ‘জরুরি কাজে এদিন বীরভূমের ইসলামপুরে এসেছিলাম । কখন যে আমার বাইক থেকে ব্যাগটা পড়ে গেছে বুঝতেই পারিনি । বোলতলা এলাকার মানুষের এই উপকার আমি কোনও দিন ভুলব না ।’ বিশেষ করে তিনি সেখ রমজানের মানসিকতার ভূয়সী প্রশংসা করেছেন ।।