এইদিন স্পোর্টস নিউজ,০৯ এপ্রিল : মঙ্গলবার রাতে চণ্ডীগড়ের মোহালি স্টেডিয়ামে অনুষ্ঠিত আইপিএল ম্যাচে চেন্নাই সুপার কিংস (সিএসকে) কে ১৮ রানে হারিয়েছে পাঞ্জাব কিংস। টস জিতে প্রথমে ব্যাট করা পাঞ্জাব কিংসের ওপেনার প্রিয়াংশ আর্য ৩৯ বলে সেঞ্চুরি করেন। এর ফলে, প্রিয়াংশ আইপিএলের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি করা যৌথভাবে চতুর্থ ব্যাটসম্যান হয়ে উঠলেন।চেন্নাইয়ের বিরুদ্ধে ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন প্রিয়াংশ আর্য। তিনি মাত্র ৩৯ বলে তার আইপিএল ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেন। আইপিএলে এটি প্রিয়াংশের প্রথম সেঞ্চুরি। ৪২ বলে ১০৩ রান করে আউট হন তিনি।
তিনি বামহাতি ব্যাটসম্যান শশাঙ্ক সিংয়ের সাথে ষষ্ঠ উইকেটে ৭১ রানের জুটি গড়েন। ৩৪ রান করা মার্কো জ্যানসেন ছাড়া আর কোনও খেলোয়াড় বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। এর ফলে পাঞ্জাব কিংস নির্ধারিত ২০ ওভারে ২১৯ রান করতে সক্ষম হয়।
পাঞ্জাব কিংসের নির্ধারিত ২২০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে, চেন্নাই সুপার কিংসকে সাহায্য করে রচিন রবীন্দ্র (৩৬), ডেভন কনওয়ে (৬৯), শিবম দুবে (৪২) এবং মহেন্দ্র সিং ধোনি (২৭)। তারা ছাড়া আর কোনও খেলোয়াড় দুই অঙ্কের রান অতিক্রম করতে পারেনি। এভাবে, চেন্নাই সুপার কিংস আবারও পরাজয়ের মুখোমুখি হয়, ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০১ রান করে এবং ১৮ রানে পরাজিত হয় ।।