এইদিন ওয়েবডেস্ক,মালদা,০৭ আগস্ট : ঘুমন্ত অবস্থায় বিষধর সাপের কামড়ে মৃত্যু হল এক জনমজুরের । ঘটনাটি ঘটেছে মালদা জেলার গাজোল থানার সরকার পাড়া এলাকায় । মৃত ব্যক্তির নাম সুজন বর্মন (৪৫) । মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায় ।
সরকার পাড়া এলাকার বাসিন্দা সুজন বর্মন জনমজুরির কাজ করতেন । বাড়িতে রয়েছেন স্ত্রী গৌরী বর্মন ও দুই নাবালিকা মেয়ে । গৌরীদেবী জানান, প্রত্যেক দিনের মতো শুক্রবার রাতেও খাওয়া-দাওয়া করে তাঁরা একটি ঘরে গিয়ে ঘুমতে চলে যান । গরমের কারনে দরজা খোলাই ছিল । তাঁরা ৪ জনেই ঘরের মেঝেতে শুয়েছিলেন । রাত্রি ১২ নাগাদ হঠাৎ তাঁর স্বামী আর্তনাদ করে উঠলে ঘুম ভেঙে যায় । তখন তিনি দেখতে পান একটি বিষধর সাপ খোলা দরজা দিয়ে পালিয়ে যাচ্ছে ৷ তাঁর স্বামী জানান, ওই সাপটি তাঁর কোমড়ে ছোবল দিয়েছে ।
জানা গেছে,সাপে কামড়ানোর কিছুক্ষণের মধ্যেই অসুস্থ বোধ করতে শুরু করেন থানার সরকার পাড়া এলাকায় । মৃত ব্যক্তির নাম সুজনবাবু । তাঁর স্ত্রী গৌরীদেবী প্রতিবেশীদের ডেকে তোলেন । তারপর সুজনবাবুকে প্রথমে গাজলের তুলসী ডাঙ্গা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে অবস্থার অবনতি হলে শনিবার ভোর রাতে স্থানান্তরিত করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে । কিন্তু চিকিৎসা চলাকালীন এদিন সকালে ওই ব্যক্তির মৃত্যু হয় ।।