শ্যামসুন্দর ঘোষ,কালনা(পূর্ব বর্ধমান),০৮ এপ্রিল : বেপরোয়া গতিতে যাওয়ার সময় আচমকা সামনে চলে আসে একটি টোটো । আর সেই টোটোকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে পড়লো একটি যাত্রীবাহী বাস । আজ মঙ্গলবার সাতসকালে এই দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কানলা-পান্ডুয়া সড়কপথে শ্রীরামপুর মোড়ে । দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একজন বাস যাত্রীর । আহত হয়েছে আরও অন্তত ৩৩ জন । পুলিশ জানিয়েছে মৃতের নাম, গোপাল মন্ডল । আহতদের কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ৷
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পান্ডুয়া থেকে কালার মুখে আসছিল ওই যাত্রীবাহী বাসটি । বাসে যাত্রীদের ভিড়ে ঠাসা ছিল । সকাল প্রায় আটটা নাগাদ শ্রীরামপুরের মোড়ের কাছে বাসটি আসতেই হঠাৎ একটি টোটো সামনে চলে আসে । বাসের চালক ফজরে ব্রেক কষে । কিন্তু প্রবল গতি থাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে । স্থানীয় লোকজন ছুটে এসে প্রথমে উদ্ধার কাজ শুরু করে । পরে খবর পেয়ে কালনা থানার পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায় । সেখানেই প্রৌঢ় গোপাল মন্ডলকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ।
জানা গেছে, গোপাল মন্ডলের মেয়ে সুমনার বিয়ে হয়েছে বৈদ্যপুরের রামনগর গ্রামে । কয়েকদিন আগে বাপের বাড়ি এসেছিলেন সুমনা । আজ মেয়েকে শ্বশুরবাড়ি পৌঁছে দিতে যাচ্ছিলেন গোপালবাবু । কিন্তু মাঝ রাস্তাতেই দুর্ঘটনায় প্রাণ কেড়ে নিল তার । মর্মান্তিক এই ঘটনায় সকল স্তব্ধ পরিবার পরিজন । এদিকে দুর্ঘটনার খবর পেয়ে কানলা মহকুমা হাসপাতালে যান কানলার এসডিপিও রাকেশ চৌধুরী, কালনা থানার আইসি, কালনা পুরসভার চেয়ারম্যান ও কাউন্সিলররা।।