এইদিন স্পোর্টস নিউজ,০৫ এপ্রিল : অবসরের ঘোষণা করলেন জার্মান ডিফেন্ডার ম্যাট হামেলস। শুক্রবার (৪ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের অবসরের ঘোষণা করেন প্রাক্তন বায়ার্ন মিউনিখ এবং বরুশিয়া ডর্টমুন্ড তারকা।বায়ার্ন মিউনিখ এবং বরুশিয়া ডর্টমুন্ডে ১৭ বছর কাটানোর পর গত বছরের সেপ্টেম্বরে ইতালিয়ান ক্লাব রোমায় যোগ দেন হামেলস। তবে গুঞ্জন ছিল, চলতি মৌসুমের পরে আর তার সঙ্গে চুক্তি নবায়ন করার কথা ভাবছে না রোমের ক্লাবটি। কিন্তু জার্মান তারকা নিজেই এবার সরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। চলতি মৌসুমের পর আর কোনো ধরনের পেশাদার ফুটবলে নামবেন না ৩৬ বছর বয়সী এই তারকা।
সামাজিক যোগাযোগমাধ্যমে হামেলস বলেন, ‘আসলে অনেক কিছু সুবিধামতো মিলতে হয় (কোনো ক্লাবে থাকার ক্ষেত্রে)। সঠিক সময়ে সঠিক কোচ এবং সঠিক সতীর্থদের পেতে হয় এবং ফিটও থাকতে হয়।’ তিনি আরও বলেন, ‘আমি অনেক খেলোয়াড়কে দেখেছি, অনেক কোচকে দেখেছি যাদের আমি অনেক আপন মনে করি। তাদের ছাড়া আমার ক্যারিয়ার কখনো এই পর্যায়ে আসতেই পারতো না। আমি খেলা মিস করব, অনেক বেশি মিস করব।’
বায়ার্নের একাডেমিতে ক্যারিয়ারের শুরু হামেলসের। সেখানে অনূর্ধ্ব-১৭ এবং অনূর্ধ্ব-১৯ খেলার পর ২০০৭ সালে যোগ দেন মূল দলে। এক বছর বায়ার্নের মূল দলে খেলার পর এই ডিফেন্ডারকে দলে টানে বরুশিয়া। এরপর দল বদল করে এই দুই দলেই খেলেছেন ১৬ বছর। গত বছর বরুশিয়া তাকে ছেড়ে দিলে ৩ মাস ক্লাব ছাড়াই ছিলেন। এরপর সেপ্টেম্বরে রোমায় জায়গা হয় হামেলসের। জার্মান ফুটবলে ৬ বারের বুন্দেসলিগা চ্যাম্পিয়ন হামেলস। জাতীয় দলের হয়ে জিতেছেন ২০১৪ সালের বিশ্বকাপ। ইউরোপসেরা চ্যাম্পিয়ন্স লিগেও দুইবার ফাইনাল খেলেছেন তিনি।।