এইদিন ওয়েবডেস্ক,কেতুগ্রাম,০৬ আগস্ট : পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামে শতাব্দী প্রাচীন গোপালদাস বাবাজির মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল । কেতুগ্রাম থানার দধিয়া গ্রামে রয়েছে ওই মন্দিরটি । প্রতিদিনের মত শুক্রবার সকালেও স্থানীয় বাসিন্দারা মন্দিরের বিগ্রহকে প্রনাম করতে গেলে চুরির ঘটনাটি নজরে পড়ে । পরে মন্দির কমিটির কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে তদন্তে যায় কেতুগ্রাম থানার পুলিশ । লক্ষাধিক টাকার সামগ্রী খোওয়া গেছে বলে দাবি মন্দির কর্তৃপক্ষের । পুলিশ জানিয়েছে,ঘটনার তদন্ত চলছে । তবে এদিন বিকেল পর্যন্ত চুরির কোনও কিনারা করতে পারেনি পুলিশ ।
কেতুগ্রাম-১ ব্লকের পালিটা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই দধিয়া গ্রাম । শতাধিক বর্ষ পূর্বে এই গ্রামের বৈরাগ্যতলায় মন্দির প্রতিষ্ঠা করে সাধন ভজন করতেন পরম বৈষ্ণব সাধক গোপালদাস বাবাজি । পূর্ব বর্ধমান জেলা ছাড়াও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পূণ্যার্থীরা এই মন্দিরে পূজো দিতে আসেন । প্রতি বছর ধুমধাম করে বাৎসরিক অনুষ্ঠান হয় । মেলা বসে । লক্ষাধিক মানুষের সমাগম হয় ।
স্থানীয় সুত্রে জানা গেছে, এদিন সকালে স্থানীয় বাসিন্দাদের নজরে পড়ে গোপালদাস বাবাজির মূল মন্দির ও সংলগ্ন রামজির মন্দিরের দরজা ভাঙা । মন্দিরের গর্ভগৃহে সব লণ্ডভণ্ড হয়ে পড়ে আছে । মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে,দুটি মন্দির থেকে নগদ ৩৫ হাজার টাকা,বিগ্রহের যাবতীয় রুপোর অলঙ্কার, কাসর ঘণ্টাসহ কাঁসা পিতলের সমস্ত বাসনপত্র নিয়ে চম্পট দিয়েছে চোরেরা । এমনকি প্রমান লোপাটের জন্য
মন্দির চত্বরে তিনটি সিসি টিভি ক্যামেরাগুলি পর্যন্ত ভেঙে দিয়েছে দুষ্কৃতিরা । সেই সঙ্গে তারা সিসি টিভির ডিভিআর বক্স ও মন্দিরের এলইডি মনিটারটি নিয়েও চম্পট দিয়েছে ।
স্থানীয়রা জানান, অতীতেও এই মন্দিরে একাধিক বার চুরির ঘটনা ঘটেছে । একই মন্দিরে বারবার চুরির ঘটনা ঘটায় তাঁরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন । স্থানীয়দের দাবি, চুরির ঘটনায় যুক্ত দুষ্কৃতিদের দ্রুত চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ শাস্তির ব্যাবস্থা করা হোক । সেই সঙ্গে মন্দির থেকে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করুক পুলিশ ।।