এইদিন ওয়েবডেস্ক,আলিপুরদুয়ার,০১ এপ্রিল : সম্প্রতি জেলা ও মণ্ডল সভাপতির নাম ঘোষণা করেছিল বিজেপি । এনিয়ে দলের নিচের তলার কর্মীদের মধ্যে ক্ষোভ বিক্ষোভ রয়েছে । বিশেষ করে জেলা সভাপতিদের বদল না করায় বিজেপি কর্মীদের মধ্যে চাপা ক্ষোভ রয়েছে । এবারে এই ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা গেল আলিপুরদুয়ারের কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজকুমার ওঁরাও এর সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পোস্টে । তিনি লিখেছেন, ‘শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষ বাংলায় পরিবর্তন আনতে জান প্রাণ লাগিয়ে দিচ্ছে। কয়েকজন নেতৃত্ব ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে উঠে পরে লেগেছে। কিন্তু কয়েকজন সাধারণ কর্মীদের ভাবাবেগে আঘাত করে ও তাদের পছন্দের বিরুদ্ধে চাটুকারিকেই প্রধান্য দিচ্ছে। আলিপুরদুয়ার জেলায় নির্বাচনে দলের রেজাল্ট খারাপ হলে এর দায় তাদেরই নিতে হবে।’ এরপর তিনি লিখেছেন, ‘এই পরিবেশে দলের কোনও দায়িত্বে থাকতে পারছি না। তাই সব দলীয় পদ থেকে অব্যহতি নিলাম। একজন সাধারণ কর্মী হিসাবে বিজেপিতে থাকব।’
এদিকে তার এই পোস্টের পরেই বিজেপির মধ্যে তোলপাড় পড়ে গেছে । যদিও এনিয়ে মুখ খুলতে চাননি জেলা বিজেপির কোনো নেতা । আলিপুরদুয়ার জেলা সভাপতি মনোজ টিপ্পা বলেছেন,’যা বলার পরে বলবো । এই মুহুর্তে সংবাদমাধ্যমের কাছে আমি কিছু বলব না ।’ উল্লেখ্য,দলের সাধারণ সম্পাদক পদে রয়েছেন কুমারগ্রামের বিজেপি বিধায়ক । তিনি সেই পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেছে । যদিও নিজের ছবির উপর গেরুয়া রঙের অক্ষরে তিনি লিখেছেন, ‘মাঠেই আছি, মাঠ ছাড়ছি না, মাঠেই দেখা হবে৷’।

