এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,০১ এপ্রিল : ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো (সেভেন সিস্টার্স) নিয়ে ভারতের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহম্মদ ইউনূস । সম্প্রতি চীন সফরে গিয়ে এক বক্তৃতায় ভারতের সাতটি উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যকে স্থলবেষ্টিত বলে উল্লেখ করে বাংলাদেশকে এই অঞ্চলে সমুদ্রের অভিভাবক হিসেবে আখ্যায়িত করেন তিনি। আর তার এই মন্তব্যই ভারতের রাজনৈতিক নেতা ও কূটনীতিকদের মধ্যে আলোচনার সৃষ্টি করেছে। অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা অবিলম্বে চিকেন নেকে পরিকাঠামো ঢেলে সাজানোর দাবি তুললেন৷
তিনি আজ এস্ক-এ এই বিষয়ে লিখেছেন,বাংলাদেশের তথাকথিত অন্তর্বর্তীকালীন সরকারের মোঃ ইউনুস উত্তর-পূর্ব ভারতের সেভেন সিস্টার্স রাজ্যকে স্থলবেষ্টিত বলে উল্লেখ করে এবং বাংলাদেশকে তাদের সমুদ্র প্রবেশাধিকারের অভিভাবক হিসেবে চিহ্নিত করে যে বিবৃতি দিয়েছেন তা আপত্তিকর এবং তীব্র নিন্দনীয়। এই মন্তব্য ভারতের কৌশলগত “চিকেনস নেক” করিডোরের সাথে জড়িত অবিরাম দুর্বলতার বর্ণনাকে তুলে ধরে। ঐতিহাসিকভাবে, এমনকি ভারতের অভ্যন্তরীণ উপাদানগুলিও বিপজ্জনকভাবে এই গুরুত্বপূর্ণ পথটি বিচ্ছিন্ন করার পরামর্শ দিয়েছে যাতে উত্তর-পূর্বকে মূল ভূখণ্ড থেকে শারীরিকভাবে বিচ্ছিন্ন করা যায় ।’
তিনি আরও লিখেছেন,’অতএব, চিকেন’স নেক করিডোরের নীচে এবং চারপাশে আরও শক্তিশালী রেলওয়ে এবং সড়ক নেটওয়ার্ক গড়ে তোলা অত্যন্ত জরুরি। উপরন্তু, চিকেন’স নেক করিডোরকে কার্যকরভাবে বাইপাস করে উত্তর-পূর্ব ভারতের সাথে সংযোগকারী বিকল্প সড়ক পথ অনুসন্ধানকে অগ্রাধিকার দেওয়া উচিত। যদিও এটি উল্লেখযোগ্য প্রকৌশলগত চ্যালেঞ্জ তৈরি করতে পারে, তবে দৃঢ় সংকল্প এবং উদ্ভাবনের মাধ্যমে এটি অর্জন করা সম্ভব। মোঃ ইউনিসের এই ধরনের উস্কানিমূলক বক্তব্যকে হালকাভাবে নেওয়া উচিত নয়, কারণ এগুলি গভীর কৌশলগত বিবেচনা এবং দীর্ঘস্থায়ী এজেন্ডা প্রতিফলিত করে।’
রাজ্য বিজেপির বর্ষীয়ান নেতা দিলীপ ঘোষও বিষয়টি নিয়ে মুখ খুলেছেন,’বর্তমান বাংলাদেশের ইউনূস সরকার চাইছে বাংলাদেশকে চীনের হাতে তুলে দিতে। কারণ এদের নিজেদের কিছু করার ক্ষমতা নেই। এতদিন ভারতের সাহায্যে বেঁচে ছিল। কিছু কিছু শিল্পে উন্নতি করছিল। কিন্তু রাজনৈতিক স্বার্থে আন্দোলন করে সবই ধ্বংস করছে এরা। তাই কখনও চীন, কখনও পাকিস্তানের হাত ধরে বেঁচে থাকতে চাইছে। আর পাকিস্তানের হাল তো বাংলাদেশের থেকেও খারাপ।’
বাংলাদেশের ইংরাজি পাক্ষিক পত্রিকার সম্পাদক সালহা উদ্দিন শোয়েব চৌধুরী বলেছেন,’চীন ও পাকিস্তানের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায়, ইসলামোফ্যাসিস্ট মুহাম্মদ ইউনূস ভারতের বিরুদ্ধে বিপজ্জনক ষড়যন্ত্র করছেন। প্রতিটি সংবাদমাধ্যমের উচিত এটি ব্যাপকভাবে প্রকাশ করা!’
আসলে, মুহম্মদ ইউনূস চীনে বলেছিলেন,’ভারতের পূর্বাঞ্চলে অবস্থিত সেভেন সিস্টার্স নামে পরিচিত সাতটি রাজ্য সম্পূর্ণরূপে স্থলবেষ্টিত। সমুদ্রের সঙ্গে তাদের যোগাযোগের কোনো উপায় নেই। আমরাই এই অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক।’ উল্লেখ্য, ইউনূসের নেতৃত্বে ইসলামি মৌলবাদী গোষ্ঠীগুলির হাতে বাংলাদেশের নিয়ন্ত্রণ আসার পর থেকেই সেদেশে ব্যাপক ভারত বিদ্বেষ ছড়ানো হচ্ছে । বাংলাদেশি ইসলামি জঙ্গিরা সেভেন সিস্টার্সকে ভারত থেকে বিচ্ছিন্ন করে বাংলাদেশে অন্তর্ভুক্ত করার আওয়াজ তুলছে । এমনকি পশ্চিমবঙ্গকে দখল করার কথাও বলছে তারা । যদিও তারা নিজেরাই বাংলাদেশের পার্বত্য এলাকা চট্টগ্রাম হাতছাড়া হওয়ার আশঙ্কা করছে ।।

