এইদিন বিনোদন ডেস্ক,০১ এপ্রিল : বলিউড অভিনেতা সলমন খান তার বিখ্যাত ‘রাম সংস্করণ ঘড়ি’র জন্য এখন খবরে রয়েছেন । এতে একদিকে মুসলিম ধর্মগুরুরা যেমন বেজায় চটেছে । অন্যদিকে হিন্দু ধর্মগুরুরা খুশি । এবারে সলমনকে হিন্দু ধর্ম গ্রহণের জন্য সরাসরি আহ্বান জানালেন ইন্দোরের মহামণ্ডলেশ্বর শ্রী রাম গোপাল দাস জি মহারাজ। তিনি বলেছেন,অভিনেতা সলমন খান যদি হিন্দু ধর্ম গ্রহণ করেন তবে এলাকায় একটি বড় অনুষ্ঠানের আয়োজন করা হবে। এই মুহূর্তে তার হাতে একটি ঘড়ি আছে, আমরা তাকে গলায় রামের নাম লেখা একটি উত্তরীয়ও পরিয়ে দেব। মহামণ্ডলেশ্বর রাম গোপাল দাস জি মহারাজ জানিয়েছেন, সালমান খান ইন্দোরের বাসিন্দা। যদি তিনি সনাতন ধর্ম গ্রহণ করেন, তাহলে প্রাসাদে শ্রী রামের ছবির সামনে তাকে স্বাগত জানানো হবে। তিনি বলেন, তার নেতৃত্বে একটি বড় অনুষ্ঠানেরও আয়োজন করা হবে।
উল্লেখ্য, ঈদ উপলক্ষে মুক্তি পেতে চলেছে অভিনেতা সালমান খানের নতুন ছবি ‘সিকান্দার’। ছবির প্রচারণার সময়, তাকে শ্রী রাম থিমের উপর তৈরি একটি ঘড়ি পরে থাকতে দেখা গেছে। এর ফলে ইসলামী কট্টরপন্থীরা চরম ক্ষুব্ধ । সর্বভারতীয় মুসলিম জামাতের জাতীয় সভাপতি মাওলানা শাহাবুদ্দিন রাজভি সালমানকে শরীয়তবিরোধী অপরাধী বলেছেন। তিনি বলেছেন,রাম মন্দির প্রচারের জন্য সলমন খান রাম সংস্করণের ঘড়ি পরেছিলেন। যদি কোনও মুসলিম অমুসলিম জিনিস প্রচার করে, তবে তা হারাম।’ উল্লেখ্য,সলমন খানের পরা ঘড়িটির দাম প্রায় ৩৪ লক্ষ টাকা । এটি জ্যাকব অ্যান্ড কোং দ্বারা তৈরি এবং বিশ্বে এই ধরণের মাত্র ৪৯টি ঘড়ি তৈরি করা হয়েছে । সাম্প্রতিক সময়ে অভিনেতা সলমন খানকে গেরুয়া পোশাকে দেখা গেছে । তার উপর গেরুয়া ব্যান্ডের রাম সংস্করণ ঘড়ি পরার ছবি প্রকাশ্যে আসায় বেজায় চটেছে মুসলিম কট্টরপন্থীরা ।।

