এইদিন ওয়েবডেস্ক,মিরাট(উত্তরপ্রদেশ),০১ এপ্রিল : উত্তরপ্রদেশের মিরাটের সিওয়ালখাস শহরে ঈদের নামাজের পর মুসলিম সম্প্রদায়ের দুটি গোষ্ঠীর মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে । দু’পক্ষ লাঠিসোঁটা নিয়ে একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে । চলে পাথরপবাজি ও গোলাগুলি । গোটা এলাকা কার্যত রনক্ষেত্রের চেহেরা নেয় ৷ এই সংঘর্ষে অনেকে আহত হয়েছে । মুসলিমদের দুই গোষ্ঠীর এই লড়াইয়ের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ।
ঘটনার খবর পেয়ে জানি থানা সহ বেশ কয়েকটি থানার পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। উভয় পক্ষই থানায় অভিযোগ দায়ের করেছে । এই মামলায় পাঁচজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মিরাটের পুলিশ সুপার(গ্রামীন) রাকেশ কুমার বলেন, রবিবার (৩০ মার্চ ২০২৫) সিওয়ালখাসের বাসিন্দা জাহিদের সঙ্গে বাজারে নাজিমের ঝগড়া হয়। তখন বিষয়টি নিয়ন্ত্রণে ছিল। সোমবার ঈদের নামাজের পর রাস্তায় ফের তারা মুখোমুখি হয় । উভয় পক্ষের বিপুল সংখ্যক মানুষ একে অপরের দিকে পাথর ছুঁড়তে থাকে । লাঠি নিয়ে ঝাঁপিয়ে পড়ে৷ গুলিবর্ষণের ঘটনাও ঘটেছে। তবে এখনও পর্যন্ত কারও গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া যায়নি।।

