প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,০৬ আগষ্ট : লক্ষ্ণৌ থেকে কলকাতা যাবার পথে আচমকা ভালব বাস্ট করলো ’কার্বন ডাই অক্সাইড’ ভর্তি একটি ট্যাঙ্কারের ।তার গ্যাস বের হতে শুরু করায় শুক্রবার সাতসকালে বিপত্তি তৈরি হয় দুর্গাপুর এক্সপ্রেসওয়ের তেলিপুকুর ওভার ব্রিজের উপর ।আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষজন । এই খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌছে ওই পথ দিয়ে যানবাহন চলাচল বন্ধকরে ।পরে দমকল বাহিনী সেখানে পৌছে গ্যাস বের হওয়া বন্ধ করে ট্যাঙ্কারটি নিরাপদ জায়গায় সরিয়ে রাখলে পরিস্থিতি স্বাভাবিক হয় ।তারপর ফের ২ নম্বর জাতীয় সড়কে শুরু হয় যানবাহন চলাচল ।
বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তী জানিয়েছেন, এদিন ভোর পাঁচটা নাগাদ দুর্গাপুর এক্সপ্রেসওয়ের তেলিপুকুর ওভার ব্রিজের উপর ’কার্বন ডাই-অক্সাইড ভর্তি একটি ট্যাঙ্কারে বিপত্তি ঘটে । ট্যাঙ্কারের ভালভ ফেটে গ্যাস বের হতে শুরু করে l ধোঁয়ার মত বের হতে থাকে বলে এলাকার মানুষজন ভয় পেয়ে যান l পুলিশ ও দমকল বাহিনীর যৌথ প্রচেষ্টায় পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করা গেছে । ট্যাঙ্করটি লক্ষ্মৌ থেকে কলকাতার বেঙ্গল বেভারেজে যাচ্ছিল । এলাকার বাসিন্দা পাপন মিত্র বলেন, দ্রুত
গ্যাস ছড়িয়ে পড়ায় ভয় ছিল।পুলিশ ও দমকল বাহিনী তা রুখে দেওয়ায় বড়সড় বিপত্তির হাত থেকে এলাকাবাসী রেহাই পেয়েছে ।।