শেখ মিলন,পূর্ব বর্ধমান,৩০ মার্চ : বাস দুর্ঘটনায় আহত যাত্রীদের উদ্ধারকারী ব্যক্তিদের সম্বর্ধনা দিল পূর্ব বর্ধমান জেলা পুলিশ । উল্লেখ্য, গত ২১শে মার্চ বর্ধমান বোলপুর-২বি জাতীয় সড়কের আলমপুর সংলগ্ন এলাকায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনায় ৫০ জনেরও বেশি বাসযাত্রী জখম হন। দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় দেওয়ানদিঘী থানার পুলিশ ও স্থানীয় মানুষ । পুলিশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে জখম ব্যক্তিদের উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন স্থানীয় মানুষরা । জখমদের উদ্ধার করে তড়িঘড়ি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
জখম যাত্রীরা সময়মতো হাসপাতালে পৌঁছানোর কারণে প্রাণহানির ঘটনা ঘটেনি । স্থানীয় মানুষের এই দায়িত্বশীল ভূমিকাকে প্রশংসা করেছেন পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার সায়ক দাস। আজ রবিবার দেওয়ানদিঘি থানার পুলিশের উদ্যোগে থানা প্রাঙ্গনে বাস দুর্ঘটনায় জখমদের উদ্ধারকারী প্রায় ৪০ জনকে চিহ্নিত করে থানায় আমন্ত্রণ জানানো হয়। উপস্থিত প্রায় ৩০ জনের পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা ও উপহার দ্বারা সম্মানিত করা হয়। বাকিদের উপহার সামগ্রী বাড়িতে পৌঁছানোর উদ্যোগ নেওয়া হয়। উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার শায়ক দাস, অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জি, দেওয়ান দিঘি থানার ওসি সেখ শরিফুল সহ অন্যান্য পুলিশ কর্মীরা ।।

