এইদিন ওয়েবডেস্ক,কালনা,২৫ নভেম্বর ঃ প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপায়ীর স্মৃতিতে কালনা মহকুমার পুর্বস্থলী-১ ব্লকের অন্তর্গত সোনারুদ্র বাজারে রক্তদান শিবিরের আয়োজন করল বিজেপি । প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রতিকৃতিতে মালা পড়িয়ে রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিজেপির পুর্ব বর্ধমানের সাংগঠনিক কাটোয়া জেলার সভাপতি কৃষ্ণ ঘোষ ৷ বুধবার পুর্বস্থলীতে বিজেপির ৩৫ নম্বর মন্ডলের উদ্যোগে আয়োজিত এই রক্তদান শিবিরে ১৪৩ জন দলীয় কর্মী ও সমর্থক রক্তদান করেন বলে দলের তরফ থেকে জানানো হয়েছে । পরে ব্লাড ব্যাঙ্কের কর্মীরা এসে রক্ত সংগ্রহ করে নিয়ে যান ।
পুর্বস্থলীর সোনারুদ্র বাজারে আয়োজিত এদিনের রক্তদান শিবিরে জেলা সভাপতি ছাড়াও ব্লক ও জেলার নেতৃত্বরা উপস্থিত ছিলেন ৷ বিজেপির অনেক মহিলা কর্মীকেও অংশগ্রহন করতে দেখা যায় ৷ রক্তদান শিবির উপলক্ষে একটি সভার আয়োজন করা হয়েছিল সোনারুদ্র বাজারে ।
ওই সভায় বক্তব্য রাখতে গিয়ে জেলা সভাপতি কৃষ্ণ ঘোষ স্বেচ্ছায় রক্তদান করার জন্য দলীয় কর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘করোনা পরিস্থিতির মধ্যেও আপনারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে শুধুমাত্র মানুষের কল্যানের জন্য রক্তদান করতে এসেছেন । কিন্তু এই পরিস্থিতিতেও মানুষের রক্ত চুষে খাচ্ছে রাজ্যের শাসকদল তৃনমুল কংগ্রেস । আমরা দেখেছি কেন্দ্র থেকে পাঠানো রেশন সামগ্রীতেও এখানে দুর্নীতি হচ্ছে । এছাড়া আমফান ঘুর্নীঝড়ে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপুরন দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজী রাজ্যকে যে এক হাজার কোটি টাকা দিয়েছিলেন সেখানেও দুর্নীতি হয়েছে । যাদের দু’তলা বাড়ি আছে, আমফানে কোনও ক্ষয়ক্ষতি হয়নি তাদের ব্যাঙ্কে অ্যাকাউন্টে ২০ হাজার টাকা করে ঢুকিয়ে দেওয়া হয়েছে । শুধুমাত্র কাটমানি খাওয়ার জন্য ।’ পাশাপাশি তিনি রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও রাজ্য সরকারকে এক হাত নেন ।
অনুষ্ঠান শেষে করোনায় মৃত দলের রাজ্য ওবিসি মোর্চার সভাপতি মুর্শিদাবাদের বাসিন্দা সুভাষ মন্ডলের প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান কৃষ্ণবাবু । তারপর তিনি একটি সাংগঠনিক বৈঠকে যোগ দেওয়ার জন্য মঙ্গলকোটের উদ্দেশ্যে রওনা হন।