এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,২৮ মার্চ : বাংলাদেশ সীমান্তে বেড়া দেওয়ার জন্য মমতা ব্যানার্জির সরকার জমি দিচ্ছে না । নিরাপত্তা বাহিনী বেড়া দিতে গেলেই তৃণমূল কংগ্রেসের কর্মীরা ঝামেলা করছে । আর তৃণমূলের কারনে এখনো ৪১২ কিলোমিটারের বেড়া দেওয়ার কাজ অসম্পূর্ণ রয়েছে । বৃহস্পতিবার (২৭ মার্চ, ২০২৫) সংসদে এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ।
লোকসভায় অভিবাসন ও অভিবাসন বিলের উপর বক্তব্য রাখার সময় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলাদেশ সীমান্ত সম্পর্কিত সমস্যাগুলি তুলে ধরেন। বিলটি নিয়ে আলোচনার সময়, স্বরাষ্ট্রমন্ত্রী শাহ বাংলাদেশ সীমান্তে সেনাবাহিনী এবং বিএসএফ কী করছে তা ব্যাখ্যা করেন। তিনি বলেন,’বাংলাদেশের সাথে আমাদের সীমান্ত ২২১৬ কিলোমিটার। এর মধ্যে ১৬৫৩ কিলোমিটারে বেড়া দেওয়া হয়েছে, এর কাছে রাস্তা তৈরি করা হয়েছে, বেড়ার কাছে চেকপয়েন্টও তৈরি করা হয়েছে। বাকি ৫৬৩ কিলোমিটারের মধ্যে, ভৌগোলিক অবস্থার কারণে ১১২ কিলোমিটারে বেড়া দেওয়া সম্ভব নয় ।’
স্বরাষ্ট্রমন্ত্রী শাহ আরও বলেন,’এই এলাকায় ক্যানেল এবং নদী রয়েছে, তাই বেড়া দেওয়া সম্ভব নয়। এখন আমি আপনাদের বলব কেন ৪৫০ কিলোমিটার এখনও বাকি আছে। আমি বাংলা সরকারকে ১০ বার চিঠি লিখেছি কিন্তু সরকার বেড়া দেওয়ার জন্য জমি দিচ্ছে না।’ তিনি আরও বলেন,’স্বরাষ্ট্রসচিব ৪৫০ কিলোমিটারের জন্য বাংলার সচিবের সাথে ৭টি বৈঠক করেছেন, কিন্তু তারা জমি দিচ্ছেন না। আমরা যেখানেই বেড়া দিতে যাই, শাসক দলের কর্মীরা এসে হট্টগোল করে, ধর্মীয় স্লোগান দেয়। বাংলা সরকারের কারণে ৪৫০ কিলোমিটারের বেড়া দেওয়া হচ্ছে না।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যদি জমি দেন তাহলে এই সীমান্ত বন্ধ করে দেওয়া হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সরকারের বিরুদ্ধে অনুপ্রবেশকারীদের সাহায্য করার অভিযোগও করেন। তিনি বলেন,’যখন বাংলাদেশি বা রোহিঙ্গারা অনুপ্রবেশ করে, তখন তাদের আধার কার্ড কে দেয়? ধরা পড়া বেশিরভাগ বাংলাদেশির কাছেই আধার কার্ড এবং ২৪ পরগনা জেলার ভোটার কার্ড রয়েছে।’ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যে, যদি বাংলা সরকার আধার কার্ড না দেয়, তাহলে কোনও অনুপ্রবেশকারী ভারতে প্রবেশ করতে পারবে না।
উল্লেখ্য, এর আগেও পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে ভোট ব্যাংক ভরাতে অনুপ্রবেশকারীদের প্রতি নমনীয় আচরণের অভিযোগ উঠেছে। অমিত শাহ বলেছেন, এটা বেশিদিন চলবে না – ২০২৬ সালে মানুষ এর জবাব দেবে এবং অনুপ্রবেশ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে ।’ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে বিলের উপর বক্তব্য রাখছিলেন, তা বৃহস্পতিবার লোকসভায় পাস হয়েছে। এই বিলটি রাজ্যসভায় পেশ করা হবে। আর পাশ হলে বাংলাদেশি ও রোহিঙ্গা অবৈধ অনুপ্রবেশকারীদের দমন করা সম্ভব হবে ।।