এইদিন ওয়েবডেস্ক,লন্ডন,২৮ মার্চ : সকালে সাঙ্গোপাঙ্গদের নিয়ে জগিং,মধ্যাহ্নভোজনে প্রিয় মেনু খিচুড়ি…. মোটামুটি ভালোই চলছিল এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির লন্ডন সফর । কিন্তু ছন্দ পতন ঘটল বৃহস্পতিবার, ২৭ মার্চ ৷ যে উদ্দেশ্যে তিনি লন্ডন গেছেন সেই অক্সফোর্ডের অনুমোদিত কেলগ কলেজে ভাষণ দিতে গিয়ে তাকে সিঙ্গুর থেকে আরজি কর প্রসঙ্গে তিক্ত প্রশ্নের মুখে পড়তে হল তাকে । যেকারণে চরম অস্বস্তিতে পড়তে হয় মমতা ব্যানার্জিকে । তিনি শুধু উত্তর দেন, ‘আপনাদের পলিটিক্যাল এজেন্ডা সফল হয়েছে’ ।
পশ্চিমবঙ্গে শিল্পের ‘অনুকূল পরিবেশের’ চিত্র তুলে ধরে মমতা ব্যানার্জি যখন ব্রিটিশ শিল্পপতিদের প্রলুব্ধ করার চেষ্টা করছিলেন, ঠিক তখনই হুগলি জেলার সিঙ্গুর থেকে টাটাদের কারখানা তাড়ানোর প্রসঙ্গ তুলে ধরেন শ্রোতারা ৷ একজন শিল্পপতি মমতার মুখের উপর বলে দেন,’টাটারা তো চলে গেল, এখন আর বাংলায় শিল্প কোথায়? আপনি মিথ্যে বলছেন!’ উত্তরে মমতা বলেন,’টাটাদের গাড়ি কারখানা হয়নি। কিন্তু খোঁজ নিয়ে দেখুন, খড়গপুরে টাটাদের ইন্ডাস্ট্রি আছে, রাজারহাট এলাকায় টাটাদের আইটি অফিস রয়েছে। না ভাই, আমি কোনও মিথ্যে বলছি না। আপনারা খোঁজ নিন৷’
আরজি করের তরুনী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনা শুধু ভারত নয়,গোটা বিশ্বজুড়ে ন্যায়বিচারের দাবিতে সরব হয়েছিলেন প্রবাসী ভারতীয়রা । সঙ্গত কারনেই আরজি করে তরুনী চিকিৎসকের ধর্ষণ-খুন নিয়ে তিক্ত প্রশ্নের মুখে পড়তে হয়েছে মমতা ব্যানার্জিকে । কিন্তু সেই সমস্ত প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি তিনি।
তিনি শুধু জানান, তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন কাণ্ডের তদন্ত করছে সিবিআই ৷ প্রসঙ্গত,‘সামাজিক উন্নয়ন- বালিকা, শিশু এবং নারীর ক্ষমতায়ন’ নিয়ে মমতা ব্যানার্জিকে বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানিয়েছিল লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কেলগ কলেজ ।।