এইদিন ওয়েবডেস্ক,মালদা,০৫ আগস্ট : রোগী দেখানোর নাম করে ডেকে চিকিৎসকের বাড়িতে ডাকাতির ঘটনায় এক মহিলাসহ ৮ জনের সাজা ঘোষণা করল মালদা জেলা আদালত । বৃহস্পতিবার এই মামলার সাজা ঘোষণা হয় । ধৃত ডাকাত দলের ৬ সদস্য আনারুল হক, বিকাশ মণ্ডল, অখিল ঘোষ, সঞ্জয় ঘোষ, দীপক মন্ডল, তাপস বর্মনকে সাত বছরের কারাদন্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে অতিরিক্ত ৬ মাসের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক । বাকি দুই অভিযুক্তদের মধ্যে রয়েছেন আনারুল হকের স্ত্রী মনিরা বিবি ও বদরুদ্দীন শেখ নামে এক স্বর্ণকার । তাঁদের বিরুদ্ধে ডাকাতি করে আনা সোনার গহনা লোপাটের অভিযোগ উঠেছে । আদালত তাঁদের দোষী সব্যস্ত করে তিন বছরের কারাদন্ডের আদেশ শোনান । সেই সঙ্গে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে অতিরিক্ত তিন মাসের কারাদন্ডের নির্দেশ দেওয়া হয় ।
পুলিশ ও আদালত সুত্রে জানা গেছে, ঘটনাটি ঘটে ২০১৭ সালের ৬ এপ্রিল রাতে । মালদা জেলার বামনগোলা থানার জগদ্দল গ্রামের বাসিন্দা হাতুড়ে চিকিৎসক অসীমানন্দ বিশ্বাসের বাড়িতে চড়াও হয় ছয়জনের ডাকাত দল । প্রথমে তারা রোগী দেখানোর নাম করে অসীমানন্দবাবুকে বাড়ির বাইরে ডেকে আনে । তিনি বাড়ির বাইরে আসতেই দুষ্কৃতীরা বন্দুকের বাট দিয়ে তার মাথায় আঘাত করে । চিকিৎসক গুরুতরভাবে জখম অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে ডাকাতদলটি বাড়ির ভিতরে ঢুকে পড়ে । তারপর পরিবারের লোকজনদের প্রাণে মারার হুমকি দেখিয়ে অবাধে লুটপাট চালায় । ডাকাতদল নগদ দেড় লক্ষ টাকাসহ প্রায় চার ভরি সোনার গয়না নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ ।
পরের দিন বামন গোলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন অসীমানন্দবাবু ।
অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে
বিকাশ মণ্ডল, অখিল ঘোষ, সঞ্জয় ঘোষ, দীপক মন্ডল, তাপস বর্মন ও আনারুল হককে গ্রেপ্তার করে বামনগোলা থানার পুলিশ । তাদের জেরা করে পুলিশ জানতে পারে নগদ টাকা তারা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয় । ডাকাতি করে আনা সোনার গহনা রাখা হয়েছিল আনারুল হকের স্ত্রী মনিরা বিবির কাছে । মনিরা বিবি সেই অলংকারগুলি কালিয়াচকের বদরুদ্দীন শেখ নামে এক স্বর্ণকারের কাছে গলিয়ে নেয় । পরে তা বিক্রি করে ওই টাকা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয় । এই ডাকাতির ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত থাকার অপরাধে মনিরা বিবি ও স্বর্ণকার বদরুদ্দীন শেখকেও গ্রেফতার করে পুলিশ । তাঁদের ২ জনের বিরুদ্ধে ৪১২ ধারায় মামলা রুজু করে আদালতে পেশ করা হয় । অবশেষে দীর্ঘ ৪ বছর পর এই মামলার নিষ্পত্তি হয় ।
বুধবার ধৃত ৮ জনকে দোষী সব্যস্ত করে মালদা জেলা আদালত । বৃহস্পতিবার সাজা ঘোষণা হয় । দোষীরা সাজা পাওয়ায় খুশি চিকিৎসকের পরিবারের লোকজন ।।