এইদিন ওয়েবডেস্ক,আউশগ্রাম(পূর্ব বর্ধমান),২৩ মার্চ : সড়কপথের পাশে নিকাশিনালা নির্মাণের কাজের মান নিয়ে প্রশ্ন তুলে বেদম মার খেলেন পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের রেজাউল মল্লিক নামে এক ব্যক্তি । নিকাশিনালা নির্মাণের কাজ করা ঠিকাদার সংস্থার সঙ্গে আজ রবিবার যখন আলোচনা চলছিল তখন আউশগ্রাম ২ ব্লক তৃণমূলের প্রাক্তন কার্যকরী সভাপতি আহমেদ সামস তাবরিজ ওরফে অরূপ মির্ধার সহ তাঁর অনুগামীরা ঠিকাদারের পক্ষে সওয়াল করে । কিন্তু কাজের মান নিয়ে অসন্তুষ্ট রেজাউল মল্লিক মানতে চাননি তাদের কথা । আর সেই আলোচনার মাঝে আহমেদ সামস তাবরিজ মিলে তাকে বেদম পিটিয়ে দেয় বলে অভিযোগ । তবে কাহিনী এখানেই শেষ নয় । বিকেল নাগাদ আক্রান্ত ব্যক্তি রেজাউল মল্লিককে সঙ্গে নিয়ে ভাল্কি পঞ্চায়েতের উপপ্রধান সাদেরুল শেখ যখন আউশগ্রাম থানায় অভিযোগ জানাতে আসেন তখন থানা চত্বরেই অভিযুক্ত অরূপ মির্ধার সঙ্গে উপপ্রধানের তুমুল বচসা বাঁধে । সেই সময় অরূপ মির্ধা সাদেরুল শেখের দিকে তেড়ে যান এবং বলেন,’কত মায়ের দুধ খেয়েছিস আয়, এতক্ষণ দেখাচ্ছিলি বিশাল মরদ । আয় বে । শালা, কেটে কুচোকুচি করে দেবো ।’ যদিও অরূপ মির্ধার দেহরক্ষী তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে । এই ঘটনায় আক্রান্ত রেজাউল মল্লিক থানায় অভিযোগ দায়ের করেছেন । তবে গ্রেপ্তারির খবর নেই বলে জানা গেছে । দেখুন ভিডিও 👇
জানা গেছে,পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের বরাদ্দের প্রায় কোটি টাকা ব্যয়ে সম্প্রতি আউশগ্রাম ২ ব্লকের ধনডাঙ্গা থেকে ডাঙ্গাপাড়া পর্যন্ত সড়কপথ সংস্কার ও সম্প্রসারণের পাশাপাশি রাস্তার পাশে নিকাশিনালা নির্মাণের কাজ শুরু হয়েছে । রেজাউল মল্লিকের দাবি, নিকাশিনালা নির্মাণের কাজ নিম্নমানের হওয়ায় আমরা প্রতিবাদ করেছিলাম। সেই কারনে আজ সকালে ধনডাঙ্গা আদিবাসীপাড়ার কাছে ঠিকাদারের লোকজন আমাদের সঙ্গে আলোচনায় বসেছিল । সেই সময় লাঠিসোঁটা ও রড হাতে আমাদের উপর চড়াও হয় অরূপ মির্ধা ও তার দলবল । ওরা আমাকে বেধড়ক মারধর করে । আমাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয় মোজাম্মেল মল্লিক নামে আরও একজন৷
জানা গেছে,রেজাউলকে প্রথমে স্থানীয় হাসপাতালে চিকিৎসা চিকিৎসা করানো হয় । এরপর বিকেল নাগাদ ভাল্কি পঞ্চায়েতের উপপ্রধান সাদেরুল শেখসহ কয়েকজন রেজাউলকে সাথে নিয়ে থানায় অভিযোগ দায়ের করতে আসেন । এদিকে অরূপ মির্ধাও থানায় এলে দু’পক্ষ মুখোমুখি হতেই তীব্র বাকবিতন্ডা শুরু হয় । আর তখনই অরূপ মির্ধা উপপ্রধানকে “কেটে কুচি কুচি করার” হুমকি দেন । সেই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে । যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছেন অরূপ মির্ধা । তার অভিযোগ,’ওরা ঠিকাদারের কাছে কাটমানি চাইলে স্থানীয় বাসিন্দারা ওদের ধাক্কাধাক্কি করেছিল।’ প্রসঙ্গত, কয়েকমাস আগে আউশগ্রাম ২ ব্লক তৃণমূলের প্রাক্তন কার্যকরী সভাপতি অরূপ মির্ধার জন্য সরকারিভাবে একজন নিরাপত্তারক্ষী বরাদ্দ করা হয়েছে ।।

