এইদিন ওয়েবডেস্ক,লক্ষ্ণৌ,০৫ আগস্ট : উত্তরপ্রদেশে বিগত ৩ দশক ধরে ক্ষমতার বাইরে রয়েছে জাতীয় কংগ্রেস । এদিকে ২০২২ সালে এই রাজ্যের বিধানসভার নির্বাচন ৷ আগামী নির্বাচনে অস্তিত্ব রক্ষার লড়াই হয়ে দাঁড়িয়েছে দেশের প্রাচীনতম এই রাজনৈতিক দলটির কাছে । উত্তরপ্রদেশে দলকে দাঁড় করানোর দায়িত্ব রয়েছে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রার কাঁধে । ইতিমধ্যে তিনি ‘ছত্রিশগড় মডেল’ অনুযায়ী দলের বুথস্তরের সংগঠনকে মজবুত করার জন্য কাজ শুরু করে দিয়েছেন । এর জন্য রাজ্য জুড়ে ৭০ হাজার দলীয় কর্মীকে ট্রেনিং দেওয়া হবে বলে খবর । তার প্রস্তুতিও চলছে জোর কদমে । তৈরি করা হয়েছে শতাধিক ট্রেনিং ক্যাম্প । আগামী সপ্তাহ থেকে এই ক্যাম্প শুরু হতে চলেছে বলে খবর।
বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে উত্তরপ্রদেশে এখন থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করে দিয়েছে । রাজনৈতিক দলগুলি ভোটের রণনীতি তৈরিতে মন দিয়েছে । পাশাপাশি চলছে সংগঠনকে শক্তিশালী করার প্রক্রিয়া । বিগত ৩ দশক ধরে উত্তরপ্রদেশে ক্ষমতা থেকে নির্বাসনের থাকা কংগ্রেসও পিছিয়ে নেই । দেশের বৃহত্তম রাজ্যের ক্ষমতা দখলে মরিয়া শতাব্দী প্রাচীন এই রাজনৈতিক দলটি । তাই তারা বুথস্তর থেকে সংগঠনকে মজবুত করার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে । রাজ্যে ৭০ হাজার কর্মীকে প্রশিক্ষণ দেওয়ার জন্য ৬৭৫ টি প্রশিক্ষণ শিবির তৈরি করা হয়েছে । এর জন্য রাজ্যের ৩০০ টি বিধানসভাকে চিহ্নিত করা হয়েছে ।
ইতিমধ্যে ইউপি -র ১০০ নেতাকর্মীর একটি দলকে ছত্তিশগড়ে প্রশিক্ষণের জন্য পাঠানো হয়েছে । যারা রায়পুরের নিরঞ্জন ধর্মশালায় বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নিচ্ছেন । সেখানে মূলত নেতাদের প্রশিক্ষক হিসাবে তৈরি করা হচ্ছে । পাঁচ দিনের এই প্রশিক্ষণ শিবিরে কংগ্রেসের ইতিহাস থেকে বুথ ম্যানেজমেন্টের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে । ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল প্রশিক্ষণ দিয়েছেন । বুধবার সন্ধ্যায় প্রশিক্ষণ শিবিরে ভার্চুয়ালি অংশগ্রহন করেছিলেন প্রিয়াঙ্কা গান্ধীও ।
রায়পুরে প্রশিক্ষণ শেষে ওই সমস্ত নেতারা নিজেদের রাজ্যে ফিরে গিয়ে ‘মাস্টার প্রশিক্ষক’ হিসাবে ৭০ হাজার দলীয় কর্মীকে বিভিন্ন ক্যাম্পে ঘুরে ঘুরে প্রশিক্ষণ দেবেন । দলীয় কর্মীদের বুথ ম্যানেজমেন্ট, সোশ্যাল মিডিয়াকে যথাযথ ব্যাবহারের পদ্ধতি সেখানো হবে । এছাড়া ব্লক থেকে পঞ্চায়েত স্তর পর্যন্ত দলীয় কর্মীদের সক্রিয় রাখতে হোয়াইট অ্যাপ গ্রুপ তৈরি করার বিষয়েও জোর দেওয়া হবে ।
রাজ্যে মূল প্রতিদ্বন্দ্বী বিজেপি ও আরএসএসের
মোকাবেলার জন্য দলীয় কর্মীদের বিশেষভাবে প্রশিক্ষণ দেবে কংগ্রেস । নিশানায় থাকবে সপা ও বসপাও । নির্বাচনী প্রচারে উঠে আসবে রাজ্যে বিগত ৩২ বছরের অনুন্নয় প্রসঙ্গ । এনিয়ে ওই তিন দলকে নিশানা করার জন্য ‘কিসনে বিগাড়া উত্তরপ্রদেশ’ নামে একটি বিশেষ প্রশিক্ষণ শিবিরও খোলা হবে ।
ইতিমধ্যে রাজ্যের ৮২৩ টি ব্লক ও ৮১৩৪ টি পঞ্চায়েত কমিটিগুলিতে সভাপতি নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করে ফেলেছে কংগ্রেস । বর্তমানে গ্রাম সভাপতি নির্বাচনের প্রক্রিয়া চলছে । রাজ্যের ৮ টি জোনের ব্লক ও শহর সভাপতিদের ট্রেনিং ক্যাম্পের আয়োজনও করা হয়েছিল । এখন কংগ্রেসের এই রনকৌশলের প্রভাব কতটা ভোটবাক্সে পড়ে তার দিকেই নজর থাকবে দেশের রাজনৈতিক মহলের ।।