এইদিন ওয়েবডেস্ক,টোকিও,০৫ আগস্ট : দীর্ঘ ৪১ বছর অপেক্ষার পর অবশেষে অলিম্পিকে পদক জিতল ভারতের পুরুষ হকিদল । বৃহস্পতিবার টোকিও অলিম্পিকে জার্মানিকে ৫-৪ গোলে পরাজিত করে ব্রোঞ্জ পদক হাসিল করল ভারত । জয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতীয় দলকে অভিনন্দন জানিয়েছেন ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘ঐতিহাসিক ! এমন একটি দিন যা প্রতিটি ভারতীয়ের স্মৃতিতে আঁকা থাকবে । ব্রোঞ্জ পদক জেতার জন্য আমাদের পুরুষ হকি দলকে অভিনন্দন। ভারত তার হকি দলের জন্য গর্বিত ।’
এদিনের খেলার শুরুর দিকে ১-৩ গোলে পিছিয়ে ছিল ভারত । তারপর সময় যত এগুতে থাকে ম্যাচের উপর নিজেদের নিয়ন্ত্রণ বাড়াতে থাকে মনপ্রীতের বাহিনী । শেষে তাঁরা ৫-৪ গোলে জার্মানিকে পরাজিত করে । ৫ টি গোলের মধ্যে ২ টি গোল করেন সিমরনজিৎ সিং ৷ বাকি তিনটি গোল করেন হরমনপ্রীত, হার্দিক সিং এবং রুপিন্দর ৷ এদিনের ম্যাচের শেষ মুহুর্ত পর্যন্ত ছিল টানটান উত্তেজনা । খেলার একেবারে শেষের দিকে একটি পেনাল্টি কর্নার পায় জার্মানি ৷ কিন্তু ভারতের গোলরক্ষক সেই গোল বাঁচিয়ে দিতে সক্ষম হন ।
অলিম্পিকের ইতিহাসে এনিয়ে তৃতীয়বার ব্রোঞ্জ পদক পেল ভারতীয় হকি দল । এর আগে ১৯৬৮ ও ১৯৭১ সালে দু’বার ব্রোঞ্জ পদক জয়লাভ করেছিল ভারত । অবশ্য তার আগে ভারত ৮ টি সোনা ও একটি রৌপ্য পদকও জিতেছে । কিন্তু তারপর দীর্ঘ ৪১ বছর ধরে ভারতীয় পুরুষ হকি দল অলিম্পিকে কোনও পদক জিততে পারেনি । সেই খরা কাটলো এদিন টোকিও অলিম্পিকে । ভারতের পুরুষ হকি দলের পাশাপাশি এখন মহিলা হকি দলও পদকের দৌড়ে রয়েছে । শুক্রবার তাঁরা গ্রেট বৃটেনের বিরুদ্ধে ব্রোঞ্জ পদকের জন্য ম্যাচ খেলতে নামবেন